শেষ আপডেট: 15th April 2024 11:53
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: প্রচারের প্রথম দিনেই দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন আসানসোলের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। শনিবার জন-সংযোগ করতে কুলটির এল সি মোড় থেকে রোড শো শুরু করেন তিনি। কেন্দুয়া বাজার এলাকায় তাঁর গাড়ি ঢুকতেই গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন আসানসোল পুরসভার ৭৫ নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা জিশান কুরেশির অনুগামীরা।
ওই নেতার অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি বিজেপি করলেও প্রচারের কোনও খবরই তাঁকে দেওয়া হচ্ছে না। এরপরই ধুন্ধুমার বেঁধে যায় এলাকায়। প্রার্থীর সঙ্গে আসা এক কর্মী জিশানকে পাঁজাকোলা করে তুলে দূরে সরিয়ে দেয়। কিছুক্ষণ অশান্তি চলার পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বিজেপির প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া বলেন, "যার নাম দলের শীর্ষ নেতৃত্ব ঘোষণা করেছেন তিনি কবে কখন কোথায় প্রচারে যাবেন সেই খবর জনে জনে দেওয়া হয় না।"
প্রার্থী তালিকা প্রকাশের প্রথম দফাতেই ভোজপুরী গায়ক ও অভিনেতা পবন সিংকে আসানসোলের প্রার্থী করার কথা ঘোষণা করা হয়। কিন্তু পরদিনই পবন জানিয়ে দেন তিনি লড়বেন না। এরপর থেকেই কে হবেন আসানসোলের প্রার্থী তা নিয়ে বাড়ছিল জল্পনা। একটা সময় মনে করা হয়েছিল স্থানীয় নেতা জিতেন্দ্র তিওয়ারিই আসানসোলে প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। ১০ এপ্রিল সব জল্পনার অবসান ঘটিয়ে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের সভা থেকে অমিত শাহ বর্ধমান-দুর্গাপুরের প্রাক্তন সাংসদ এস এস আলুওয়ালিয়াকেই এবার আসানসোল কেন্দ্রে প্রার্থী করার কথা ঘোষণা করেন।
তবে ভোট প্রচারের শুরুতেই এদিন দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হল আসানসোলের ভূমিপুত্রকে।
২০১৪ তে দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ ছিলেন সুরিন্দর সিংহ আলুওয়ালিয়া। কিন্তু গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং চাননি বলে ২০১৯ সালে সুরিন্দরকে দার্জিলিঙে প্রার্থী করেনি বিজেপি। সেবারই আসানসোলের ভূমিপুত্র সুরিন্দর দাবি করেছিলেন এই লোকসভা কেন্দ্রেই প্রার্থী করা হোক তাঁকে। কিন্তু বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়কে আসানসোলে থেকে সরাতে চাননি অমিত শাহরা। তাই আসানসোল লাগোয়া বর্ধমান-দুর্গাপুর আসন থেকে প্রার্থী হতে বলা হয় তাঁকে। তিনি রাজিও হন। পছন্দের আসানসোলে প্রার্থী হলেও গোল বাঁধল প্রচারের শুরুতে।