শেষ আপডেট: 16th August 2023 07:26
দ্য ওয়াল ব্যুরো: এক বছর আগে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বাজেয়াপ্ত হয়েছিল প্রায় ৫০ কোটি টাকা। পার্থর বিপুল স্থাবর সম্পত্তির হদিশও পেয়েছিল সিবিআই। অথচ ঘটনা হল, পার্থর ব্যক্তিগত জীবনযাত্রা মোটেই বিলাসবহুল ছিল না। আর বড় কথা হল, দলে ঘরোয়া আড্ডায় তাঁর একটা বদনামও ছিল যে পার্থ বড় কৃপণ। দলের কোনও কর্মসূচি হোক বা বিধানসভায় দলীয় বিধায়কদের খাওয়ানো-দাওয়ানো—তাঁর হাত থেকে পয়সা গলত না। এমনকি বাড়িতে এক অনুষ্ঠানে নদিয়ার এক কর্মীর থেকে মাছ সবজি আনিয়েছিলেন বলেও অভিযোগ।
শুধু পার্থ নন, তৃণমূলে কিছু সম্পদশালী নেতা রয়েছে, যাঁদের দলের কাজে বিশেষ টাকা বের করতে দেখা যায় না অনুযোগ রয়েছে। এই সব সাত সতেরো আলোচনার মধ্যেই মঙ্গলবার টিটাগড়ে এক অনুষ্ঠানে দলীয় কর্মীদের উদ্দেশে ব্যারাকপুরের সাংসদ (Barrackpore MP) অর্জুন সিং বলেন, “টাকা থাকলে খরচ করুন। নইলে ইডি সিবিআই (ED CBI) নিয়ে যাবে। শুধু উপার্জন করলেই হবে না, খরচও তো করতে হবে” (Arjun Singh advised party workers)।
অর্জুন এর অতিরিক্ত কিছু বলেননি। কিন্তু এ কথা নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। জোড়াফুলের এক নেতা ঘরোয়া আড্ডায় বলেন, দলের কর্মসূচির জন্য টাকা খরচ করার প্রবণতা কমছে। এমন নয় যে কেউ খরচ করেন না। অনেকে এমনও রয়েছেন যে দেদার টাকা খরচ করেন। নিজের ব্যবসার টাকা এনে দল চালান। বিশেষ করে কোভিডের সময়ে তাঁরা হাত খুলে খরচ করেছেন। কিন্তু উল্টোটাও কম নেই। অর্জুন হয়তো সেটাই বোঝাতে চেয়েছেন।
অর্জুনের মন্তব্য নিয়ে আবার প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “উনি হয়তো তৃণমূলে ভাল নেই। টিকিট পাবেন কি না চিন্তায় রয়েছেন। তাই হয়তো এ সব কথা বলছেন”।
প্রাথমিকে নিয়োগ নিয়ে নয়া রায় ডিভিশন বেঞ্চের, খারিজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ