শেষ আপডেট: 16th July 2023 16:58
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম বর্ধমানের নিয়ামতপুরে রবিবার তৃণমূল ও বিজেপির ১০০ জন সদস্য (100 party workers) নাম লেখালেন কংগ্রেসে। এদিন কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এক যোগদান শিবির কর্মসূচি আয়োজন করা হয়। সেখানে সাধারণ মানুষ যেমন ছিলেন তেমনই ছিলেন তৃণমূল ও বিজেপির (TMC and BJP) সমর্থনকারী অনেকেই। নতুন সদস্যদের কংগ্রেসের (Congress) ঝান্ডা হাতে তুলে দিয়ে স্বাগত জানান কংগ্রেসের ব্লক নেতারা।
নির্বাচনের আগে-পরে দল বদলের ছবিটা ইদানীং মানুষকে আর নতুন করে অবাক করে না। মহারাষ্ট্র হোক বা বাংলা, পার্টির উঁচু থেকে নিচু সদস্যদের দল বদলের পালা চলতেই থাকে। জয়ী দল থেকে পরাজিত দলে নাম লেখানোর উদাহরণ সাধারণত বিরল। তবে সত্যিই যদি এমন ঘটনা ঘটে থাকে, সেক্ষেত্রে এই দৃশ্য জয়ী দলের কাছে অশনি সংকেত হিসেবেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এদিন নিয়ামতপুরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের ব্লক সভাপতি চণ্ডী চট্টোপাধ্যায়, জেলা কংগ্রেস সভাপতি হরজিত সিং-সহ আরও একাধিক নেতা। পঞ্চায়েত নির্বাচনের পরেই এই দলবদলকে গুরুত্ব দিয়েই দেখছেন রাজনৈতিক সমালোচকরা।
বিশেষত, যেখানে ভোটের ফল তৃণমূলের অনুকূলে গিয়েছে সেখানে এই দল বদল নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মত অনেকের। পাশাপাশি, বিজেপি থেকে কংগ্রেসে যোগদানের ফলে বিজেপির প্রভাব যে গ্রাম বাংলায় কমছে, এই ঘটনা তারই ইঙ্গিত, মনে করছেন কেউ কেউ।
বাংলায় বোমা সস্তা! কারা সাপ্লাই দিচ্ছে তা জানিয়ে কাউকে ভাত মারতে চাই না: অর্জুন সিং