শেষ আপডেট: 19th July 2024 14:46
দ্য ওয়াল ব্যুরো: ঝড়ঝঞ্ঝার পূর্বাভাস মাথায় রেখেই আগামী সোমবার, ২২ জুলাই শুরু হতে চলেছে অষ্টাদশ লোকসভার পূর্ণাঙ্গ অধিবেশন। চলবে ১২ আগস্ট পর্যন্ত। ২৩ জুলাই অর্থবিল পেশ সহ মোট ৬টি বিল পেশ হবে বাদল অধিবেশনে। সংসদের অধিবেশন শুরুর আগে প্রথামাফিক সর্বদল বৈঠক ডাকা হয়েছে আগামী রবিবার, ২১ জুলাই। সেই বৈঠকে উপস্থিত থাকছে না তৃণমূল কংগ্রেস। কারণ ওইদিন কলকাতার ধর্মতলায় শহিদ দিবস উপলক্ষে দলীয় নেতা-নেত্রীরা সেখানেই থাকবেন।
যদিও এ মাসেই দিল্লি সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৫ তারিখ তথা বৃহস্পতিবার দিল্লি গিয়ে রবিবার ২৮ তারিখ কলকাতায় ফিরে আসতে পারেন মুখ্যমন্ত্রী। ২৭ তারিখ দিল্লিতে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের নবম মিটিং রয়েছে। ওই বৈঠকের পৌরোহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। নবান্ন সূত্রের খবর, এবার নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী।
তৃণমূলের সংসদীয় দলের সভানেত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছর বাজেট অধিবেশনের সময়ে মমতা একবার দিল্লিতে যান। তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে বৈঠক করেন। এবারও তাই করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এবারে যে নতুন বিলগুলি আনা হচ্ছে, সেগুলি হল-
১। অর্থ বিল
২। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা বিল (সংশোধনী)
৩। বয়লার্স বিল
৪। ভারতীয় বায়ুযান বিধেয়ক বিল
৫। কফি বিল
৬। রাবার বিল
এরমধ্যে আগামী ২৩ জুলাই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অর্থ বিল বা চলতি কথায় বাজেট প্রস্তাব পেশ করবেন।
লোকসভার স্পিকার এই অধিবেশনেই বিজনেস অ্যাডভাইজরি কমিটি গঠন করবেন। সংসদীয় কার্যাবলি এই কমিটি তৈরি করে থাকে। সব বড় দলের প্রতিনিধিকে নিয়ে ১৫ সদস্যের কমিটির নেতৃত্বে থাকেন স্পিকার। এবার মনোনীত বাকি ১৪ সদস্য হলেন, বিজেপির নিশিকান্ত দুবে, অনুরাগ সিং ঠাকুর, ভর্তৃহরি মহতাব, পিপি চৌধুরি, বৈজয়ন্ত পাণ্ডা এবং সঞ্জয় জয়সওয়াল। কংগ্রেসের কে সুরেশ এবং গৌরব গগৈ। টিএমসি-র সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডিএমকে-র দয়ানিধি মারান এবং উদ্ধব সেনার অরবিন্দ সাওয়ান্ত।
তৃণমূলের রাজ্যসভা সদস্য ডেরেক ও'ব্রায়েন এক চিঠিতে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুকে জানিয়ে দিয়েছেন যে, আগামী ২১ তারিখ সংসদের মেন কমিটি রুমে বেলা ১১টার সর্বদল বৈঠকে তাঁরা হাজির থাকতে পারবেন না।
বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষায় প্রশ্নফাঁস, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারি, অশান্ত মণিপুর, জম্মু-কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি, সংবিধান হত্যা দিবস প্রভৃতি বিষয় নিয়ে বাদল অধিবেশন টালমাটাল হবে এবার। বিশেষত রাজ্যসভায় বিজেপি নেতৃত্বাধীন সংখ্যালঘু হয়ে পড়ায় বিল পাশে বেগ পেতে হবে গেরুয়া শিবিরকে।
তার আগাম আঁচ মিলল আজ, শুক্রবারেই। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, এবার বাজেটে সরকার যদি ১২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কেন্দ্রীয় শেয়ার ৫১ শতাংশের কম করার চেষ্টা করে তাহলে সংসদের ভিতরে ও বাইরে দুদিক থেকেই তীব্র প্রতিবাদ হবে। তিনি আরও বলেন, এর আগে ব্যাঙ্কগুলির সংযুক্তিকরণ হলেও আমরা বাধা দিইনি, কারণ শেয়ার মালিকানার সিংহভাগ সরকারের ঘরে ছিল। এবার যদি তা জোর করে বেসরকারি হাতে তুলে দেওয়ার চেষ্টা হয়, তাহলে তীব্র প্রতিবাদ-আন্দোলন হবে।