শেষ আপডেট: 19th July 2024 22:56
দ্য ওয়াল ব্যুরো: নিটের প্রশ্নফাঁস মামলায় এবার এক ডাক্তারির ছাত্রীকে গ্রেফতার করল সিবিআই। রাঁচির রিমস থেকে প্রথম বর্ষের ছাত্রী সুরভী কুমারিকে হেফাজতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাষ্ট্রীয় ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর প্রশ্নফাঁসের সলভার গ্যাংয়ের সঙ্গে যোগ রয়েছে, এমনই দাবি তদন্তকারীদের। সিবিআই জানতে পেরেছে, মূলত ফাঁস হওয়া প্রশ্ন সমাধান করত অভিযুক্ত। ওই ছাত্রীকে ৩ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
সিবিআই সূত্রের খবর, প্রশ্নফাঁস কাণ্ডে সুরভির যোগ থাকার প্রমাণ পান তদন্তকারীরা। গত ২ দিন ধরে অভিযুক্ত ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই শুক্রবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। টানা জেরায় তদন্তকারীদের হাতে তথ্য উঠে এসেছে যে গত ৫ মে নিট পরীক্ষার কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত পঙ্কজ কুমারের প্রশ্নপত্রের সমাধান করতে হাজারিবাগে উপস্থিত হয়েছিলেন সুরভি। অন্তত ১০ জন এই প্রশ্নফাঁসের কারবারে যুক্ত ছিল।
অন্যদিকে, বৃহস্পতিবার নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পটনা এইমসের চারজন এমবিবিএস পড়ুয়াকে গ্রেফতার করে সিবিআই ৷ দীর্ঘ ৯ ঘণ্টা জেরার পর তৃতীয় বর্ষের পড়ুয়া চন্দন সিং, রাহুল অনন্ত এবং কুমার শানুকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এছাড়া একজন দ্বিতীয় বর্ষের এমবিবিএস পড়ুয়া করণ জৈনকেও পটনা থেকে হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সম্প্রতি এই একই মামলায় এক সিভিল ইঞ্জিনিয়ার পঙ্কজ কুমার ওরফে আদিত্যকে গ্রেফতার করেছিল সিবিআই ৷ সেই সূত্র ধরেই ওই চার ডাক্তারি পড়ুয়াকে তাঁদের হস্টেল থেকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷
এদিকে প্রশ্নফাঁস, বেনিয়ম সংক্রান্ত যাবতীয় অভিযোগের মধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার প্রকাশিত হতে চলেছে ডাক্তারির স্নাতক স্তরের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার ফল। আগামীকাল দুপুরের মধ্যেই নিটের চূড়ান্ত ফলপ্রকাশ করবে ন্যাশনল টেস্টিং এজেন্সি (এনটিএ)। তবে কাউন্সেলিংয়ের দিন ঘোষণার বিষয়ে হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত।
দেশ জুড়ে গত ৫ মে সর্বভারতীয় স্তরে ডাক্তারির স্নাতকের পরীক্ষা হয়। প্রাথমিক ফলপ্রকাশের পরে দেখা যায়, প্রথম স্থান অধিকার করেছে ৬৭ জন। এরপরই ওই প্রবেশিকা পরীক্ষা নিয়ে উঠেছে বিস্তর অভিযোগ। পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগের পাশাপাশি অনেককে গ্রেস মার্কস দেওয়ারও অভিযোগ তোলেন পরীক্ষার্থীরা।