শেষ আপডেট: 11th August 2022 09:32
দ্য ওয়াল ব্যুরো: শ্রীলঙ্কার পর এবার পাকিস্তান। কমনওয়েলথ গেমস শেষে নিখোঁজ হয়ে গেলেন দু'জন পাক বক্সার (Pakistan Boxers Missing)! বুধবার এমনটাই জানাল পাকিস্তান বক্সিং ফেডারেশন।
সোমবার শেষ হয়েছে কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2022)। তার পর সব দলই বাকিংহাম থেকে যে যার নিজের দেশের বিমান ধরেন। কিন্তু পাক দল ইসলামাবাদের বিমান ধরার আগে দুই বক্সার নিখোঁজ হয়ে যান। এই প্রসঙ্গে বুধবার পাকিস্তান বক্সিং ফেডারেশনের সচিব নাসির টাং জানিয়েছেন, নিখোঁজ হওয়া বক্সাররা হলেন সুলেমান বালোচা এবং নাজিরুল্লাহ।
নাসির আরও জানান, ফেডারেশনের যে কর্তারা বাকিংহামে দলের সঙ্গে গিয়েছিলেন তাঁদের কাছে ওই দুই বক্সারের যাবতীয় নথি ও পাসপোর্ট রয়েছে। এই বিষয়ে ইতিমধ্যেই ব্রিটেনের পাকিস্তান দূতাবাসকে জানানো হয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে পাকিস্তান। এই জন্য পাক অলিম্পিক সংস্থা একটি তদন্তকারী কমিটি গঠন করে। এই দলের চার সদস্য রয়েছে।
এবারের গেমসে বক্সিংয়ে কোনও পদক পায়নি পাকিস্তান। কমনওয়েলথে মোট আটটি পদক পেয়েছে পাক অ্যাথলিটরা। এর আগে শ্রীলঙ্কা দলেরও তিন সদস্য নিখোঁজ হয়ে যাওয়ার খবর মিলেছিল। যদিও পরে দু'জনকে পাওয়া গিয়েছিল বলে জানা গিয়েছিল। এবার সেই তালিকায় যোগ হল পাক দুই বক্সারের নাম।
এত্ত বড় ক্যারাটে চ্যাম্পিয়ন! একরত্তির কুস্তির প্যাঁচ দেখে চোখ কপালে উঠেছে নেট দুনিয়ার