শেষ আপডেট: 22nd July 2024 20:57
দ্য ওয়াল ব্যুরো: উস্তাদ নুসরত ফতে আলি খানের উত্তরসূরি তিনি। পাকিস্তানের সঙ্গে ভারতেও তুমুল জনপ্রিয়তা তাঁর কণ্ঠের। সেই রাহাত ফতেহ আলি খানকে নাকি দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় এমনই খবর রটে যায়।
শিল্পীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তাঁর প্রাক্তন ম্যানেজার সলমন আহমেদ। সেই অভিযোগের ভিত্তিতেই লাহোর থেকে দুবাইয়ে গানের রেকর্ডিং করতে গিয়ে রাহতকে আটক করে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। এদিন সন্ধেবেলা সেই খবর ছড়িয়ে পড়তেই হইচই পড়ে যায়।
এদিকে বিশ্বজুড়ে রাহাতের গ্রেফতারির খবর নিয়ে যখন শোরগোল পড়ে গিয়েছে তখনই গায়কের একটি ভিডিও প্রকাশ্যে আসে। যেখানে নিজের আসন্ন অনুষ্ঠানে পারফর্ম করার কথা জানান তিনি। সেই সঙ্গে তাঁর গ্রেফতারি নিয়ে যে খবর রটেছে যা ‘গুজব’ বলেন তিনি। এই খবরের কোনও সারবত্তা নেই। ভিডিওতে রাহাতকে বলতে শোনা যায়, ‘আমি গান রেকর্ড করতে এখানে এসেছি। আমার গ্রেফতারি নিয়ে মিথ্যে খবর ছড়ানো হয়েছে। দয়া করে এই সবে কান দেবেন না’।
View this post on Instagram
চলতি বছরের গোড়ার দিতেই ম্যানেজার পদ থেকে সলমনকে বরখাস্ত করে দেন রাহাত ফতে আলি খান। এরপরই গায়কের বিরুদ্ধে নানান অভিযোগ আনেন তিনি। সেই সময়ে এক শিষ্যকে জুতোপেটা করার অভিযোগও উঠেছিল পাকিস্তানের জনপ্রিয় গায়কের বিরুদ্ধে। ঘটনাটির প্রায় এক মিনিটের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই সময় রাহাত জানিয়েছিলেন, তাঁর ভাবমূর্তি নষ্টের জন্য চক্রান্ত করা হচ্ছে।
জন্মসূত্রে পাকিস্তানি হলেও একটা সময় বলিউডে রাজ করেছেন রাহাত ফতে আলি খান। পাপ ছবির ‘মন কি লগন’ দিয়ে প্রথমবার ভারতে ঝড় তুলেছিলেন তিনি। এরপর ধীরে ধীরে হিন্দি ছবিতে রাহাতের হিট গানের সংখ্যা বাড়তেই থাকে। কিন্তু ২০১৬ সাল থেকেই উরি হামলার পর থেকেই পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করার উপর নিষেধাজ্ঞা জারি হয়। এরপর থেকে আর ভারতে গান গাননি রাহাত।