শেষ আপডেট: 26th July 2024 20:11
দ্য ওয়াল ব্যুরো: প্যারিসে যেভাবে অলিম্পিক্সের উদ্বোধন হবে, আগে সেটি কোনওদিন হয়নি। একেবারে অত্যাধুনিক লেজার শো-র মাধ্যমে শ্যেন নদীতে হবে গ্রেটেস্ট শো অন আর্থের সূচনা।
প্রকৃতির বুকে হবে এর উদ্বোধন। ভারতীয় সময়ে রাত এগারোটায় শুরু হবে মেগা আসরের সূচনালগ্ন। ভারতের পতাকা বইবেন দুই সিনিয়র ক্রীড়াবিদ, ব্যাডমিন্টনের পিভি সিন্ধু ও টেবল টেনিসের শরৎ কমল। মোট ৭৮ জন অ্যাথলিট থাকবেন মার্চপাস্টে।
প্যারিসের আকর্ষণ শ্যেন নদীর মোট ছয় কিলোমিটার অঞ্চল জুড়ে হবে উদ্বোধনের আসর। মোট ৯৪টি নৌকায় মার্চপাস্ট করবেন নানা দেশের মোট সাত হাজার প্রতিযোগী। মোট পাঁচ লক্ষ দর্শক দেখতে পারবেন অনুষ্ঠান। ভাসমান থাকবে প্রেস বক্সও। টিকিটের দাম ভারতীয় মুদ্রায় ৮ হাজার টাকা। সর্বাধিক আড়াই লক্ষ টাকায় টিকিট কিনতে পারবেন মানুষ।
শুধু নদীবক্ষেই নয়, পাশাপাশি বাড়ির ব্যালকনি কিংবা শহরের নানা বহুতল থেকে উদ্বোধন দেখতে পারবেন দুই লক্ষ মানুষ। প্যারিসের সংস্কৃতি, কৃষ্টির পাশে ক্রীড়ায় তাদের ঐতিহ্যের কথাও তুলে ধরা হবে অনুষ্ঠানে।
ভারতের বেশকিছু নামী তারকারা এদিন উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন না। তার মধ্যে অন্যতম জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। তিনি শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন তুরস্কে। গতবার তিনি সোনা জিতেছিলেন। তাঁর ওপর দেশের প্রত্যাশা রয়েছে। নীরজের লক্ষ্য ৯০ মিটার ছোড়া, সেটি হয় কিনা এবার তাই দেখার বিষয়।