শেষ আপডেট: 26th July 2024 18:54
দ্য ওয়াল ব্যুরো: প্যারিস অলিম্পিক্সে পদক আরও বাড়বে, আশায় রয়েছেন অভিনব বিন্দ্রা। ২০০৬ সালে বেজিং অলিম্পিক্সে শুটিংয়ে সোনাজয়ী কিংবদন্তি ক্রীড়াবিদ জানিয়েছেন, এবার অলিম্পিক্সে ভারতের পদক সংখ্যা আরও বাড়বে। কারণ শুটিং, কুস্তি থেকে শুরু করে অ্যাথলেটিক্স, বক্সিংয়েও ভারতের সোনা জয়ের সম্ভাবনা রয়েছে। এমনকী ব্যাডমিন্টনেও পদক আসতে পারে।
বিন্দ্রা জানিয়েছেন, এবার কেন্দ্র সরকার আরও বেশি আন্তরিকভাবে অ্যাথলিটদের পাশে দাঁড়িয়েছে। সেই কারণে দেশের অ্যাথলিটদের মধ্যেও ভাল করার ইচ্ছে থাকবে। একটা সময় দেখা গিয়েছিল, দেশের নামী কুস্তিগিররা বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে ধর্নায় বসেছিলেন। বজরং পুনিয়ারা ওই বিদ্রোহের কারণে জাতীয় দলের ট্রায়ালে অংশ নিতে পারেননি। যারজন্য অলিম্পিক্সের দলে সুযোগ পাননি বজরংরা।
তারপরেও প্যারিসে ভাল হবে, বলছেন ব্যাডমিন্টন রানি পিভি সিন্ধু। তিনি জানিয়েছেন, এবার জিতলে হ্যাটট্রিক পূর্ণ হবে তাঁর। গত দুটি অলিম্পিক্সে পদক জিতেছিলেন সিন্ধু। প্রথমবার প্রত্যাশা না থাকলেও দ্বিতীয়বার সিন্ধুর ওপর চাপ ছিল, তারপরেও তিনি পদক পেয়েছেন।
শুধু তাই নয়, সিন্ধু রুপো ও ব্রোঞ্জ জিতলেও সোনা জেতেননি। প্যারিসে সেটি পূর্ণ হবে, মনে করছেন ব্যাডমিন্টনের মহাতারকা। সিন্ধু নিজে প্যারিসের প্রস্তুতি নিয়েছেন বিদেশে। যখন দেশের বাকি অ্যাথলিটরা দেশীয় কোচের অধিনে তালিম নিয়েছেন, সেইসময় সিন্ধু বিদেশি ট্রেনারের সহায়তায় নিজেকে তৈরি করেছেন। সিন্ধু জানান, আমাকে দারুণভাবে গাইড করেছেন প্রকাশ পাড়ুকোন স্যার। আমি দীর্ঘদিন বেঙ্গালুরুতে থেকে ওঁর পরামর্শ নিয়েছি। এবার আরও ভাল ফল করব।