শেষ আপডেট: 31st July 2024 15:28
দ্য ওয়াল ব্যুরো: প্যারিস অলিম্পিক্সে পদকের দৌড় শুরু করলেন দেশের ব্যাডমিন্টনের দুই তারকা। প্রথমে ভারতীয় সময়ে দুপুর ২টোয় নকআউট রাউন্ডে পৌঁছলেন পিভি সিন্ধু। তিনি এস্তোনিয়ার খেলোয়াড় ক্রিস্টিন কুবাকে ২১-৫, ২১-১০ পয়েন্টে হারিয়ে দিয়েছেন।
সিন্ধু যে ভঙ্গিতে খেলেছেন, বিপক্ষের কিছু করার ছিল না। মাত্র ৩২ মিনিটে সিন্ধু ম্যাচটি জিতে নিয়েছেন। প্রথম গেম ২১-৫-এ জিতে নেওয়ার পরে দ্বিতীয় গেম সিন্ধু জেতেন ২১-১০।
পুরুষদের সিঙ্গলসে লক্ষ্য সেনও প্রি-কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছেন। ইন্দোনেশিয়ার তৃতীয় বাছাই জোনাথান ক্রিস্টিকে ২১-১৮, ২১-১২-তে হারান লক্ষ্য। তিনিও বিপক্ষকে মাথা তুলে দাঁড়ানোর সুযোগ দেননি। লক্ষ্য যাঁকে হারালেন, তিনি আবার বিশ্বের তিন নম্বর বাছাই তারকা। তাঁকে হারানো কম গৌরবের নয়।
এদিকে, এবার প্যারিস অলিম্পিক্সে সিন্ধু যদি পদক জেতেন, তা হলে তিনটি অলিম্পিক্সেই পদক জয়ের নজির গড়বেন। সিন্ধু গত দুইবছর থেকে যে কোনও প্রতিযোগিতার ফাইনালে উঠে হেরে যাচ্ছেন। সেই ব্যাডপ্যাচ যদি কাটাতে পারেন, তা হলে এবারও তাঁর পদক বাধা।
পাশাপাশি ভারতীয় ব্যাডমিন্টনের নতুন তারা লক্ষ্য দারুণ মানসিকতার। তিনি এত জোরে সার্ভ করেন, যে বিপক্ষ তারকারা তাতেই কাবু। তাঁর ফোরহ্যান্ডও চমকপ্রদ। লক্ষ্য শেষ ষোলয় স্থান করে নিয়েছেন সিন্ধুর মতোই, তিনিও দেশকে পদক দিতেই পারেন। তবে দুইজনকেই আগামী তিনটি ম্যাচ জিততে হবে। বৃহস্পতিবারই দু’জনের পরবর্তী ম্যাচ।