শেষ আপডেট: 23rd July 2024 19:13
দ্য ওয়াল ব্যুরো: প্যারিস অলিম্পিক্সে অংশ নিতে ইতিমধ্যেই ৪৯ জন ভারতীয় ক্রীড়াবিদ গেমস ভিলেজে পৌঁছে গিয়েছেন। ২৬ জুলাই থেকে ১১ অগস্ট পর্যন্ত অলিম্পিক্সের আসর চলবে। যে দশ ভারতীয় এবারও দেশকে পদকের স্বপ্ন দেখাবেন, তাদের তালিকা নিচে দেওয়া হল।
নীরজ চোপড়া (জ্যাভলিন)
২০২০ সালের টোকিও অলিম্পিক্সে সোনা এনে দিয়েছিলেন দেশকে। এবারও প্যারিসে জ্যাভলিনে দেশকে স্বপ্ন দেখাবেন নীরজ চোপড়া। তিনি ৮৭.৫৮ মিটার ছুড়ে টোকিওতে সোনা পেয়েছিলেন। তাঁর লক্ষ্য ৯০ মিটার ছোড়া।
নিখাত জারিন (বক্সিং)
৫০ কেজি বিভাগে ভারতকে পদকের স্বপ্ন দেখাবেন নিখাত জারিন। বিশ্ব ও কমনওয়েলথ গেমসে পদক পেয়েছেন। এশিয়ান গেমসেও জিতেছেন ব্রোঞ্জ পদক।
লভলিনা বরগোঁহাই (বক্সিং)
মহিলাদের ৭৫ কেজি বক্সিং বিভাগে বরলিনা এবারও দেশকে পদকের জন্য লড়বেন। মেরি কম, বিজেন্দর সিংয়ের পরে তৃতীয় কোনও বক্সার, যিনি দেশকে এর আগেও অলিম্পিক্স থেকে পদক এনে দিয়েছেন। প্যারিসেও তিনি বড় স্বপ্নের পথে।
সাত্ত্বিক সাইরাজ ও চিরাগ শেঠী
২০২২ সালে থমাস কাপ ব্যাডমিন্টনে পদক জয়ের পরে সাত্ত্বিক ও চিরাগ প্যারিসেও ব্যাডমিন্টন থেকে পদক আনার অন্যতম ফেভারিট। এশিয়ান গেমসে সফল হয়েছেন, এমনকী বিশ্ব চ্যাম্পিয়নশিপেও এই জুটি দাগ কেটেছেন।
পিভি সিন্ধু (ব্যাডমিন্টন)
দুটি অলিম্পিক্স পদক পেয়েছেন, সফল রিও এবং টোকিও অলিম্পিক্সে। রুপো ও ব্রোঞ্জ জিতেছেন, সোনা অবশ্য পাননি। প্যারিসে সেটি স্পর্শ করতে পারলে তিনি এক বিশেষ নজির গড়বেন দেশের ব্যাডমিন্টনে।
অ্যান্টিল পাঙ্গাল (কুস্তি)
বিশ্ব জুনিয়র অনূর্ধ্ব ২০ বিভাগে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন। এশিয়ান গেমসে পদক পেয়েছেন। বেলগ্রেডে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভাল করেছিলেন। প্যারিসে তিনি পদক পেলে উল্লেখযোগ্য কৃতিত্ব হয়ে থাকবে। অলিম্পিক্সে তাঁর প্রতিপক্ষ হতে পারে জাপান, নাইজেরিয়া ও চিনের কুস্তিগিররা।
রোহন বোপান্না ও শ্রীরাম বালাজি (টেনিস ডাবলস)
টেনিসে ভারতের প্রথম সাফল্য এনেছিলেন অলিম্পিক্সে ১৯৯৬ সালে লিয়েন্ডার পেজ। তিনি সেবার ব্রোঞ্জ জিতেছিলেন। এবার টেনিসের ডাবলসে রোহন বোপান্না ও শ্রীরাম বালাজি জুটি পদক এনে দিতে পারেন।
মীরাভাই চানু (ভারোত্তোলক)
টোকিও অলিম্পিক্সে ভারতের প্রথম পদক এসেছিল মীরাভাই চানুর হাত ধরে। তিনি রুপো জিতেছিলেন। চোটের কারণে চানু অনেকটা পিছিয়ে এসেছিলেন। তারপরেও তাঁকে ঘিরে এবারও পদক স্বপ্ন রয়েছে।
ভারতীয় হকি দল (পুরুষ)
টোকিও অলিম্পিকে ভারতীয় পুরুষ হকি দল ব্রোঞ্জ জিতেছিল শেষমেশ। এবারও প্যারিসে পদক জয়ের স্বপ্ন দেখাবেন হরমনপ্রীত সিং, মনপ্রীত সিংরা। প্যারিসে খেলেই অবসর নেবেন গোলরক্ষক পি আর শ্রীজেশ।
সিফত কৌর সামরা (শুটিং)
এশিয়ান গেমসে ৪৬৯.৬ পয়েন্ট নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন এশিয়ান গেমসে। তিনি দেশের শুটিংয়ে বড় নাম। ৫০ মিটার রাইফেল ইভেন্টে তিনি ফেভারিট হিসেবে যাত্রা শুরু করবেন।