শেষ আপডেট: 1st August 2024 23:28
দ্য ওয়াল ব্যুরো: অলিম্পিক্সে তৃতীয় পদক জিততে পারলেন না ভারতের ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। বৃহস্পতিবার প্রি-কোয়ার্টারে হেরে অলিম্পিক্স থেকে বিদায় নিতে হল তাঁকে। এদিন চিনের হে বিংজিয়ায়োর বিরুদ্ধে ২১-১৯, ২১-১৪ গেমে হেরে যান পিভি সিন্ধু। আর তারপরই শেষ হয়ে যায় তাঁর অলিম্পিক্সে পদকের জয়ের হ্যাটট্রিকের আশা।
২০১৬ সালের রিও অলিম্পিক্সে রুপো জিতেছিলেন ভারতীয় এই শাটলার। ঠিক পরের অলিম্পিক্সে অর্থাৎ ২০২০ সালে টোকিওতে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। তাই চলতি বছর অলিম্পিক্সে পদক পেলে এক অনন্য নজির সৃষ্টি করতে পারতেন পিভি সিন্ধু। কিন্তু তা হল না। এই স্বপ্নটা অধরাই থেকেই গেল।
সিন্ধুর এই হারের পর ব্যাডমিন্টনে এখন ভারতের ভরসা হয়ে দাঁড়িয়েছেন লক্ষ্য সেন। তিনি বৃহস্পতিবারই সিঙ্গলসে এইচ এস প্রণয়কে হারিয়েছেন ১৬-২১, ২১-১১, ২১-১২ সেটে। এই ম্যাচ কার্যত ছিল গৃহযুদ্ধ। কারণ দুজনেই ছিলেন ভারতীয়। তবে শেষ আটে উঠে লক্ষ্য পদকের দিকে আরও একধাপ এগিয়েছেন।
এদিকে লক্ষ্য সেন পদকের স্বপ্ন দেখালেও এদিনই সাত্ত্বিক সাইরাজ ও চিরাগ শেঠী জুটি হেরে গিয়েছেন মালয়েশিয়া জুটির কাছে। মালয়েশিয়া জুটির কাছে এর আগে টানা ৮টি ম্যাচে হেরেছিলেন ভারতীয় এই নামী জুটি। এবার ভাবা গিয়েছিল চাকা ঘুরতে পারে। কিন্তু সেটি হয়নি ২১-১৩, ২১-১৪, ১৬-২১ গেমে হেরে যাওয়ায়।