শেষ আপডেট: 29th July 2024 19:15
দ্য় ওয়াল ব্যুরো, হুগলি: বৈদ্যবাটি নিমাইতীর্থ ঘাটে একটি দোকানে বসে খাবার খাওয়ার সময় ছাদের চাঙড় ভেঙে পড়ে আহত হলেন ছয় পুণ্যার্থী। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হল তাদের।
পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই থেকে ন'জনের একটি পুণ্যার্থী দল তারকেশ্বরে শ্রাবনী মেলায় যাওয়ার জন্য বেরিয়েছিলেন।
রীতি অনুযায়ী তারকেশ্বরে শিবের মাথায় গঙ্গা জল ঢালতে যাওয়ার আগে বৈদ্যবাটির নিমাইতীর্থ ঘাটে জল তুলতে যান পুণ্যার্থীরা। ক্ষীরপাই থেকে আসা এই দলটিও গিয়েছিলেন নিমাইতীর্থ ঘাটে জল তুলতে। সকালে বেরিয়েছিলেন বাড়ি থেকে। তাই খিদে পেয়ে যায় তাঁদের।
স্নান করে জল তোলার আগে একটি হোটেলে খাবার খেতে ঢোকেন। হঠাৎ দোকানের ছাদের চাঙড় ভেঙে তাঁদের মাথায় পড়ে। মাথা ফেটে যায় তিনজনের। ঘটনায় আহত হন ছয় পুণ্যার্থী। তড়িঘড়ি আহতদের শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মাথায় সেলাই পরে একজনের।
বুবাই বাগ নামে এক পুণ্যার্থী বলেন, "আমরা ৯ জন বন্ধু তারকেশ্বরে জল ঢালতে যাওয়ার জন্য বেরিয়েছিলাম। সকালে বেরিয়েছি। তাই খিদে পেয়েছিল। নিমাইতীর্থ ঘাটের কাছে একটি দোকানে খেতে ঢুকেই বিপত্তি হয়। ন'জন দুটো টেবিলে বসেছিলাম।হঠাৎই ছাদ থেকে চাঙড় ভেঙে মাথার উপর পড়ল। আমাদের এক বন্ধু পাপিয়া মণ্ডল গুরুতর আহত হয়।আরও কয়েকজনের মাথায় চোট লাগে। এবার আর তারকেশ্বরে যাওয়া হল না।"