শেষ আপডেট: 29th July 2024 11:28
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে তিন পড়ুয়ার মৃত্যুর ঘটনায় আরও পাঁচজনকে পাকড়াও করেছে পুলিশ। এনিয়ে মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে সোমবার জানান ডিসিপি হর্ষ বর্ধন। আগেই কোচিং সেন্টারের দুই মালিককে ধরেছিল পুলিশ। পুলিশ কর্তা জানান, এই ঘটনার জন্য যারা দায়ী তাঁদের কাউকে ছাড়া হবে না।
এদিকে, এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনীতির জলঘোলা হতে শুরু করেছে। বিজেপির এমপি প্রবীণ খান্ডেলওয়াল বলেন, ৩ আইএএস প্রত্যাশী ছাত্রের মৃত্যুর জন্য আম আদমি পার্টিকে দায়িত্ব নিতে হবে। তাঁর যুক্তি, পুরসভা আপের হাতে। গত ৯ বছর ধরে এরা দিল্লিতে ক্ষমতায় রয়েছে। প্রতিবছর এ ধরনের ঘটনা ঘটলেও আপ কোনও ব্যবস্থা নিচ্ছে না।
অন্যদিকে, কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর লোকসভায় এদিন একটি মুলতুবি প্রস্তাব এনেছেন। তিনি দিল্লির পরিকাঠামো নিয়ে সর্বাত্মক আলোচনার দাবি তুলেছেন। মানিকমের মতে, ক্ষুদ্র রাজনীতি না করে একটি সমাধানের পথ খোঁজা উচিত। কংগ্রেস এমপি শশী তারুর মৃতদের পরিবারবর্গকে শোক জানাতে হাসপাতালে পৌঁছে গিয়েছেন। শশী তারুর এই ঘটনাকে লজ্জাজনক বলে ব্যাখ্যা করেন। তাঁর কথায়, ক্ষতিপূরণই যথেষ্ট নয়, এই জাতীয় ঘটনা যাতে আর না ঘটতে পারে তা ঠেকানোই প্রথম কথা।
মহারাষ্ট্রে উদ্ধব-সেনা সাংসদ সঞ্জয় রাউত মোদী সরকারের প্রতিনিধিকে প্রতিবাদী ছাত্রদের সঙ্গে কথা বলার দাবি তুলেছেন। তিনি বলেন, সরকারের কেউ একজন পড়ুয়াদের ক্ষোভ প্রশমনের চেষ্টা করলে ভালো কাজ হতো। কিন্তু, এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে একজনও বিক্ষোভরত পড়ুয়াদের মুখোমুখি হওয়ার সাহস দেখাননি। প্রধানমন্ত্রী মোদী বিশ্ব নিয়ে চিন্তিত...কিন্তু তিনি মণিপুর যাওয়ার সময় পাননি। সেই রকম বিক্ষোভকারী ছাত্রদের সঙ্গেও কথা বলবেন না, অভিযোগ রাউতের।
এদিকে, এই বিষয়ে দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ আবেদন জমা পড়েছে। তাতে রাজেন্দ্র নগরের এই ঘটনায় উচ্চপর্যায়ের কমিটি গঠন করে তদন্তের দাবি জানানো হয়েছে। এর আগে একটি অভিযোগ জমা পড়লেও সে বিষয়ে খতিয়ে না দেখার জন্য দিল্লি পুরসভার আধিকারিকদের বিরুদ্ধেও সরজমিন তদন্তের দাবি জানানো হয়েছে আবেদনে।