তারকেশ্বরে আসা পূণ্যার্থীদের জল, খাবার, ওষুধ এগিয়ে দিচ্ছেন মাবুদরা
শেষ আপডেট: 5th August 2024 14:08
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: গোটা শ্রাবণ মাসে জুড়ে ভিড়ে থিক থিক করে তারকেশ্বর মন্দির। শিবলিঙ্গে জল ঢালতে প্রায় ৩০-৪০ কিলোমিটার পথ বাঁক কাঁধে নিয়ে খালি পায়ে হেঁটে এই মন্দিরে পুজো দিতে আসেন বহু ভক্ত। প্রতিবারই তাঁদের সেবা করেন মাবুদ আলি, সইদউজ্জামানরা।
রবিবার দুপুরে শেওড়াফুলির গঙ্গার ঘাটে থেকে জল নিয়ে পায়ে হেঁটে তারকেশ্বর মন্দিরের দিকে আসতে শুরু করেছিলেন। তাঁদের জল খাবার এগিয়ে দিলেন মাবুদ, সইদউজ্জামানরা। পূণ্যার্থীদের কেউ পায়ে চোট পেয়ে থাকলে ওষুধ তাঁদের শুশ্রষাও করেন। ছক ভেঙে এভাবেই মানবকল্যাণে এগিয়ে এসেছেন মাবুদরা।
মাবুদের কথায়, "মানব সেবা হল আসল ধর্ম। বাংলায় এটাই চিরাচরিত রীতি। কে কী বলল তাতে কিছু এসে যায় না।" তিনি আরও বলেন, "৮-১০ ঘণ্টা খালিয়ে পায়ে হেঁটে অনেক কষ্টে ভক্তরা মন্দিরে আসেন। সকলের মঙ্গলকামনায় পুজো দেন। যাতে তাদের যাত্রায় কোনও বিঘ্ন না ঘটে তাই সাহায্যের হাত বাড়িয়ে দিই।"
মাবুদ, সইদউজ্জামনরা সকলেই ডানকুনির বাসিন্দা। কিন্তু শ্রাবণ মাস পড়লেই তাঁরা তারকেশ্বরে ছুটে আসেন শিব ভক্তদের সেবায়। ভিন ধর্মের হলেও মানুষের পাশে দাঁড়ানোই তাদের কাছে আসল ধর্ম হয়ে ওঠে। গড়ে তোলেন সম্প্রীতির নজির।