অর্ণব দাম
শেষ আপডেট: 14th July 2024 12:59
দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে জেলে আছেন মাওবাদী নেতা অর্ণব দাম। কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে পিএইচডি করার প্রবেশিকা পরীক্ষায় প্রথম হয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। তবে তাঁর ভর্তি হওয়া নিয়ে জটিলতা দেখা দিয়েছিল। অবশেষে তা কাটার পথে। সব ঠিক থাকলে আগামী সোমবারই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি হতে চলেছেন।
রবিবার কুণাল ঘোষের দাবি, সোমবার অর্ণব দাম বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যাবেন ভর্তির জন্য। সোমবারের জন্য প্রয়োজনীয় অন্তর্বর্তী প্যারোল মঞ্জুর করেছেন এডিজি কারা। সোমবার সংশ্লিষ্ট ঘোষণা হবে বিশ্ববিদ্যালয় থেকে।
প্রসঙ্গত, অর্ণবের ভর্তির বিষয় নিয়ে এর আগে মুখ খুলেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর দাবি ছিল, মাওবাদী অভিযোগে বন্দি অর্ণব দামকে পিএইচডি করতে দিতে হবে। কারণ তিনি নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। সেই সময়ই কুণাল এও জানান, এ ব্যাপারে শিক্ষামন্ত্রী ও কারামন্ত্রীর মধ্যে কথা হয়েছে। তাঁরা সহযোগিতা করবেন। কার্যত এরপরই অর্ণবের ভর্তির ইস্যুতে জট কাটল। সূত্রের খবর, শনিবার সকালে কুণাল ঘোষের সঙ্গে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য ডঃ গৌতম চন্দ্রের কথা হয়। মূলত অর্ণব দামের ভর্তি প্রক্রিয়া নিয়ে জট কাটানোর ব্যাপারেই আলোচনা হয়েছে।
সূত্র মারফৎ জানা গেছে, আগামী সোমবার বিকেল ৩টের সময় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিএইচডির জন্য অর্ণবের কাউন্সিলিং হবে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মেধা তালিকায় থাকা পরীক্ষার্থীদের জন্য ৯ জুলাই কাউন্সিলিংয়ের দিন নির্ধারিত ছিল। কিন্তু ৮ জুলাই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয় অনিবার্য কারণে কাউন্সিলিং প্রক্রিয়া স্থগিত করা হচ্ছে। এরপরই হুগলি জেলে দু'দিন প্রতীকী অনশন করার সিদ্ধান্ত নিয়েছিলেন অর্ণব।
ইতিহাসে গবেষণার জন্য গত ২৬ জুন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ দেন অর্ণব। তার ফল বেরলে দেখা যায়, সফল আবেদনকারীদের তালিকায় প্রথমেই রয়েছে অর্ণবের নাম। কিন্তু তাঁকে ভর্তি না নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়, পিএইডি করার জন্য অর্ণবকে রাজ্য সরকার অনুমতি দিয়েছে কিনা, এবং কীভাবে তিনি এই কোর্স করবেন, তা জানতে চেয়ে হুগলি জেলের সুপারকে চিঠি পাঠানো হবে। অনুমান, সোমবার অর্ণবের কাউন্সিলিং-এর আগেই সেই চিঠির উত্তর এসে যাবে।
ইতিহাস বিভাগের মেধা তালিকা অনুযায়ী, ১০০ নম্বরের মধ্যে ৭৬.৮৬৭০ নম্বর পেয়ে প্রথম হয়েছেন অর্ণব। ইতিহাস বিষয়ে পিএইচডি করার ইন্টারভিউয়ে ২৪৯ জনকে পিছনে ফেলে প্রথম স্থান লাভ করে ইতিহাস সৃষ্টি করেছেন জেলবন্দী মাওবাদী নেতা অর্ণব দাম ওরফে বিক্রম।