শেষ আপডেট: 14th July 2024 16:51
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব দামকে নিয়ে আসা হল বর্ধমান জেলা সংশোধনাগারে। তিনি হুগলির সংশোধনাগারে ছিলেন। চরম গোপনীতা ও কড়া নিরাপত্তায় তাঁকে সেখানে আনা হয়। গোটা বিষয়টি খুব গোপনেই করা হয়েছে। রবিবার বেলা ১২ টা নাগাদ অর্ণবকে হুগলির জেলা সংশোধনাগার থেকে বের করা হয়। তাঁকে প্রিজন ভ্যানে তুলে বর্ধমানের উদ্দেশে রওনা দেয় পুলিশ।
অর্ণব দামকে ঘিরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিয়ে গবেষণা করার জন্য গত দেড় সপ্তাহ ধরে ভর্তি ঘিরে যে জটিলতা ও বির্তক তৈরি হয়। শনিবারেই অর্ণব দাম সহ বাকি আবেদনকারীদের জন্য সোমবার ভর্তির নোটিস জারি করেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।
গত ২৬ জুন পুলিশি প্রহরায় ইন্টারভিউয়ের জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে হাজির হন অর্ণব। গত ৫ জুলাই মেধা তালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়। সেই তালিকা দেখেই অনেকের চোখ কপালে ওঠে। ইতিহাস বিভাগের মেধা তালিকা অনুযায়ী ১০০ নম্বরের মধ্যে ৭৬.৮৬৭০ নম্বর পেয়ে প্রথম হন অর্ণব। ইতিহাস বিষয়ে পিএইচডি করার ইন্টারভিউয়ে ২৪৯ জনকে পিছনে ফেলে প্রথম স্থান পান জেল বন্দী অর্ণব। এরপরেই জলঘোলা শুরু হয়। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, মেধা তালিকায় থাকা পরীক্ষার্থীদের জন্য ৯ জুলাই কাউন্সিলিংয়ের দিন নির্ধারিত ছিল। কিন্তু ৮ জুলাই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয় অনিবার্য কারণে কাউন্সিলিং প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়।
সূত্রের খবর গত শনিবার সকালে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তভর্তি কালীন উপাচার্য ডাঃ গৌতম চন্দ্রের দীর্ঘক্ষণ মোবাইলে কথা হয়।সেখানে মূলত অর্ণব দামের ভর্তি প্রক্রিয়া নিয়ে জট কাটানোর কথা হয়। সোমবার বিকেল ৩ টের সময় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিএইচডির জন্য অর্ণবের কাউন্সিলিং হবে।
উল্লেখ্য পশ্চিম মেদিনীপুরের শিলদায় ইএফআর ক্যাম্পে হামলা চালানোর ঘটনায় মূল অভিযুক্ত প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব দাম ওরফে বিক্রম। এক সময় তার কার্যকলাপ ঘুম উড়িয়েছিল রাজ্য পুলিশ ও প্রশাসনের।