শেষ আপডেট: 15th April 2024 12:05
দ্য ওয়াল ব্যুরো: `বিরোধীরাও জানে এনডিএ সরকারই কেন্দ্রে ক্ষমতায় আসবে।` প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক সাক্ষাৎকারে এই দাবি করে বলেন, লোকসভা নির্বাচনে পরাজয় নিশ্চিত বলে মেনে নিয়েছে বিরোধী দলগুলি। বিরোধী নেতানেত্রীরা লোকসভা নির্বাচনের জন্য প্রচার করছে না। কারণ তাঁরা ধরেই নিয়েছেন যে, এনডিএ সরকারই ক্ষমতায় ফিরছে, সাক্ষাৎকারে বলেন মোদী।
প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, এটা নির্বাচন বলে নয়, বিরোধী শিবিরের মন ভেঙে গিয়েছে এই কারণে যে তারা পরাজয় নিয়ে নিশ্চিত। ওরা ধরেই নিয়েছে এনডিএ সরকার ফের ক্ষমতায় ফিরছে। এই কারণেই বিরোধীদের অনেক নেতা ভোট প্রচারে বেরতেই লজ্জা পাচ্ছেন। হিন্দি সংবাদমাধ্যম `হিন্দুস্তান`কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে একথা বলেন মোদী।
#ElectionsWithHT | "What you have witnessed in the last 10 years is just the trailer. A lot more work has to be done," said Prime Minister @narendramodi in an interview with @shekharkahin, editor-in-chief of @Live_Hindustan
— Hindustan Times (@htTweets) April 12, 2024
Full interview here https://t.co/CSlPeYnx6S pic.twitter.com/zKplrWlpC3
ভোটের আগে বিরোধীদের স্তব্ধ করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে। কংগ্রেস, তৃণমূল, উদ্ধব সেনা, এনসিপি, ডিএমকেসহ বিরোধী শিবিরের এই অভিযোগ সম্পর্কেও জবাব দেন মোদী। তিনি বলেন, যারা সাধারণ মানুষের টাকা চুরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া চলবে। তদন্ত থামবে না।
তিনি বলেন, দুর্নীতি যে ধরনেরই হোক না কেন, এর ফল ভুগতে হয়েছে দেশের সাধারণ মানুষকে। এই ধরনের লোকের বিরুদ্ধে পদক্ষেপ চলবে। দেশের কল্যাণের জন্য বরাদ্দ টাকা চুরি করেছে যারা, তাদের বিরুদ্ধে তদন্ত থামাবে না সরকার।
তবে ইডি-সিবিআইকে অপব্যবহারের যে অভিযোগ বিরোধীরা তুলছে, তা সম্পূর্ণ অস্বীকার করেন প্রধানমন্ত্রী। মোদী হিসেব দিয়ে বলেন, ইডি যতগুলি তদন্ত চালাচ্ছে তার মধ্যে মাত্র ৩ শতাংশ রাজনৈতিক ব্যক্তিত্বের যোগ রয়েছে। দুর্নীতির বিরুদ্ধে সেখানেও তদন্ত চলছে, যে রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে।
তাঁর কথায়, ইডি যত তদন্ত করছে তার ৯৭ শতাংশই অপরাধী ও সরকারি অফিসারদের বিরুদ্ধে। মাত্র ৩ শতাংশ রাজনীতিক রয়েছেন তদন্ত প্রক্রিয়ায়। তাঁর সাফ জবাব, যাঁরা দুর্নীতির ফায়দা তুলেছে, তারাই কেবল অপব্যবহারের অভিযোগ তুলছে। প্রধানমন্ত্রীর হিসেব অনুযায়ী, ২০১৪ সালে আগে অর্থাৎ মোদী সরকার ক্ষমতায় আসার আগে ইডি মাত্র ৫ হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। কিন্তু গত ১০ বছরে এই পরিমাণ বেড়ে ১ লক্ষ কোটি টাকা হয়েছে।
২০১৪ সালের আগে ইডি কেবলমাত্র ৩৪ লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করেছিল। আমাদের সরকারের আমলে সেই পরিমাণ বেড়ে হয়েছে ২২০০ কোটি টাকা। ভেবে দেখুন, এত টাকা যদি দরিদ্র কল্যাণে ঢালা যেত তাহলে কত মানুষ উপকৃত হতেন। যুবদের জন্য কত সুযোগ সৃষ্টি করা যেত। কত পরিকাঠামো উন্নয়ন করা যেত!
সাক্ষাৎকারে কংগ্রেসকেও আক্রমণ করতে ভোলেননি মোদী। বলেন, ওরা শুধু ওদের পরিবারকে শক্তিশালী করেছে। ওরা যখন কেন্দ্রে পূর্ণ শক্তিতে ক্ষমতায় ছিল, তখন শুধু নিজের পরিবারের উন্নয়নের কাজ করেছে। বিজেপি সরকার দেশকে মজবুত করেছে। তাই মানুষের মধ্যে এখন কংগ্রেস এবং বিজেপি সরকারের মডেলের তুলনা নিয়ে আলোচনা হয়। কংগ্রেস পূর্ণ শক্তিতে কেন্দ্রে ক্ষমতায় ছিল প্রায় পাঁচ-ছয় দশক। তুলনায় বিজেপি পূর্ণ ক্ষমতায় রয়েছে মাত্র দুদশক। এই সময়ে আমাদের লক্ষ্য ছিল দেশ, দরিদ্র মানুষ, কৃষক এবং মধ্যবিত্তদের শক্তিশালী করে গড়ে তোলা, বলেন প্রধানমন্ত্রী।