শেষ আপডেট: 13th March 2023 03:53
দ্য ওয়াল ব্যুরো: নরেন্দ্র মোদীর 'এজেন্সি পলিটিক্স'- এর (Agency politics) বিরুদ্ধে এবার দিল্লিতে বিরোধী দলগুলির (oppositions) সম্মেলন করার উদ্যোগ শুরু হয়েছে। উদ্যোক্তা আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। মমতাই হতে চলেছেন প্রস্তাবিত সম্মেলনের মধ্যমণি। এ মাসের শেষে অথবা আগামী মাসের গোড়ায় দিল্লিতে এই সম্মেলন করার তোড়জোড় চলছে।
বিজেপি ও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিরোধী দলগুলিকে এককাট্টা করার লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন বলে বলা হচ্ছে। তবে প্রস্তাবিত সম্মেলনের মূল আলোচ্য হতে চলেছে সিবিআই-ইডির তদন্ত অভিযান। বিরোধী দলগুলি দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে নরেন্দ্র মোদীর সরকার কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলিকে বিরোধীদের কণ্ঠরোধ করতে ব্যবহার করছে।
এ মাসের গোড়ায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করে সিবিআই। সেই গ্রেফতারের প্রতিবাদে ৫ মার্চ রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় সহ দেশের আট বিরোধী নেতা-নেত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন। তাতে বলা হয় কেন্দ্রীয় এজেন্সিগুলিকে অন্যায়ভাবে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। একই বিষয়ে প্রধানমন্ত্রীকে আলাদা করে চিঠি লেখেন কেরলের সিপিএম মুখ্যমন্ত্রীর পিনারাই বিজয়ন এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ডিএমকে নেতা এমকে স্ট্যালিন। এবার ওই একই বিষয়ে বিরোধীদের এককাট্টা করার লক্ষ্যে সম্মেলনের আয়োজন হতে চলেছে।
তাৎপর্যপূর্ণ হল এই সম্মেলনে কংগ্রেস এবং বাম দলগুলিকে ডাকা হবে না বলেই এখনও পর্যন্ত ভাবনা-চিন্তা আছে। ৫ মার্চ প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতেও কংগ্রেসের কারও স্বাক্ষর ছিল না। কংগ্রেস একমাত্র ভিন্ন সুরে আপ নেতাকে গ্রেফতারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে।
শুধু তাই নয়, কংগ্রেস মনে করছে, প্রধানমন্ত্রীকে চিঠি লেখা, বিরোধী নেতা-নেত্রীর সম্মেলনের আসল উদ্দেশ্য শতাব্দী প্রাচীন দলটিকে বাইরে রেখে তৃতীয় ফন্ট তৈরি করা। এর পেছনে বিজেপি তথা নরেন্দ্র মোদীর মদত আছে। কংগ্রেসের মতো সিপিএম, সিপিআইও মনে করে দেশে এই মুহূর্তে তৃতীয় ফ্রন্টের রাজনীতির কোন অবকাশ নেই। তাতে সুবিধা হবে বিজেপির।
কিন্তু তীব্র কংগ্রেস বিরোধী বলে পরিচিত আপ, তেলেঙ্গানার ভারত রাষ্ট্র সমিতি, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি প্রভৃতি দলগুলি বিরোধী অভিযানে কংগ্রেসকে সঙ্গে নেওয়ার পক্ষপাতী নয়।
পানশালার ভিতর ঢুকে নির্বিচারে গুলি চালাল বন্দুকবাজরা, মেক্সিকোয় মৃত্যু ১০ জনের