শেষ আপডেট: 30th July 2024 17:56
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মুক্তির দাবিতে মঙ্গলবার যন্তরমন্তরে জমায়েত করল ইন্ডিয়া জোট শরিকরা। তিহার জেলে কেজরিওয়ালের স্বাস্থ্যের অবনতি ঘটছে এবং বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বিরোধীদের মুখ বন্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ তোলেন বিরোধী দলের নেতারা। দিল্লির রাজেন্দ্র নগরে আইএএস শিক্ষা প্রতিষ্ঠানের বেসমেন্টে জল ঢুকে তিন পড়ুয়ার মৃত্যুর জন্যও কেন্দ্রকে দায়ী করেন তাঁরা।
এদিনের প্রতিবাদসভায় ভারত মাতা কি জয় এবং তানাশাহি নহি চলেগা স্লোগান ওঠে। লিবারেশন নেতা দীপঙ্কর ভট্টাচার্য সভায় বলেন, আম আদমি পার্টির তিন বরিষ্ঠ নেতা কেজরিওয়াল, মণীশ সিসোদিয়া এবং সত্যেন্দ্র জৈন চক্রান্তের শিকার হয়ে জেলে রয়েছেন। দিল্লিতে অরাজকতা সৃষ্টির জন্য দায়ী মোদী সরকার। এ কারণেই তিন মেধাবী পড়ুয়ার প্রাণ গিয়েছে। বিজেপি এই তিন ছাত্রের হত্যাকারী।
তিনি আরও বলেন, ওরা আপকে ধ্বংস করতে চাইছে। চক্রান্তের অঙ্গ হিসেবে দিল্লির নির্বাচিত সরকারকে দুর্বল করতে চায়। নির্বাচিত মুখ্যমন্ত্রী আজ জেলে। উমর খালিদের মতো অসংখ্য সমাজকর্মীকে দিল্লি দাঙ্গার মতো মিথ্যা অভিযোগে গারদে পুরে রেখেছে। ভিমা কোরেগাঁওয়ের মতো ভুয়ো মামলায় স্ট্যান স্বামীকে ওরা হেফাজতে মেরে ফেলেছে। গোটা দেশ জুড়ে বিরোধী নেতা এবং সমাজকর্মীদের বিরুদ্ধে বিরাট চক্রান্ত চলছে, দাবি দীপঙ্কর ভট্টাচার্যের।
আম আদমির দিল্লি রাজ্য আহ্বায়ক গোপাল রাই বলেন, জেল হেফাজতে কেজরিওয়ালের সুগারের মাত্রা দিনদিন নামছে। তাঁকে বিচারাধীন আদালত এবং সুপ্রিম কোর্ট জামিন দিয়েছিল। কিন্তু তাঁকে জেলে ভরে রাখতে চক্রান্ত করা হয়েছে। বিজেপি বিরোধী দলের নেতাদের কেন জেলে ভরতে চাইছে, প্রশ্ন তোলেন গোপাল। ইউপিএসসি পড়ুয়াদের মৃত্যুর জন্যও এই সরকারই দায়ী বলেন তিনি। তাঁর আরও অভিযোগ, কেজরিওয়ালকে জেলেই মেরে ফেলার ষড়যন্ত্র কষছে বিজেপি।
মহারাষ্ট্রের এনসিপি নেতা শরদ পাওয়ার এবং লোকসভায় কংগ্রেসের ডেপুটি নেতা গৌরব গগৈ ইন্ডিয়া জোটের এই প্রতিবাদসভায় উপস্থিত ছিলেন। কংগ্রেসের রাজ্যসভা সদস্য প্রমোদ তেওয়ারি কেজরিওয়ালের স্ত্রী সুনীতাকে প্রতিবাদের মুখ বলে বর্ণনা করেন। তিনি বলেন, আজ আমরা এখানে আপ এবং কেজরিওয়ালের প্রতি নৈতিক সমর্থন জোগাতে জড়ো হয়েছি। কেজরির গ্রেফতারিকে তিনি বেআইনি এবং অসাংবিধানিক বলে বর্ণনা করেন।