শেষ আপডেট: 10th August 2024 17:15
দ্য ওয়াল ব্যুরো: প্যারিস অলিম্পিক্সে ফের কুস্তিতে পদক জয়ের সম্ভাবনা ছিল। কিন্তু সেটি হল না। শনিবার ৭৬ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে ভারতের মহিলা কুস্তিগির ঋতিকা হুডা হারলেন কিরঘিজস্তানের কাছে ১-১ ড্র হওয়ার পরে। ঋতিকার সেমিফাইনালে যাওয়ার আশা শেষ হয়ে গিয়েছে। তিনি শীর্ষবাছাইয়ের কাছে হারলেন।
অলিম্পিক্সে কুস্তির নিয়মে রয়েছে, কোনও ম্যাচ ড্র হলে শেষ পয়েন্ট যিনি জেতেন, তাঁকেই জয়ী ঘোষণা করা হয়। ঋতিকার ক্ষেত্রে সেটাই হয়েছে। তারওপর ম্যাচে ঋতিকা রক্ষণাত্মক খেলছিলেন, তিনি গত ম্যাচের মতো অলআউটে গেলে জয় নিশ্চিত হতো। ঋতিকা জিতলে ফাইনালে যাওয়ার জন্য লড়াই হতো এদিনই রাত সাড়ে দশটায়। সেটা আর হল না।
ঋতিকা এদিনই মহিলাদের ইভেন্টে ৭৬ কেজি ফ্রিস্টাইলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন। তিনি হাঙ্গেরির কুস্তিগিরকে হারিয়ে শেষ আটে গিয়েছেন। টেকনিক্যাল সুপিরিয়রিটিতে হার মানলেন বিপক্ষ। ঋতিকার পক্ষে ফল ১২-২।
ভিনেশ ফোগতের ঘটনার পরে মনে করা হয়েছিল, এবার ভারতের কুস্তিতে হয়তো আর পদক আসবে না, কিন্তু সেটি হয়নি। হরিয়ানার ছেলে আমন শেরাওয়াত ব্রোঞ্জ জিতেছেন। তারপর আশা ছিল ঋতিকার দিকে, তিনি ভালই এগোচ্ছিলেন, কিন্তু কৌশলের কাছে হার মানেন সেমিতে ওঠার লড়াইয়ে।