শেষ আপডেট: 2nd August 2024 18:50
দ্য ওয়াল ব্যুরো: দুরন্ত জয় হকিতে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্রুপ এ-র ম্যাচে ভারতীয় হকি দল ৩-২ গোলে জিতে পদকের আশা বাঁচিয়ে রাখল। শুক্রবার গেমস হকিতে রুদ্ধশ্বাস ম্যাচ হয়েছে। ১৯৭২ সালের পরে হকিতে অস্ট্রেলিয়াকে হারাল ভারতীয় দল।
ম্যাচে একটা সময় ভারতীয় দল ৩-১ গোলে এগিয়ে ছিল, সবাই যখন ভাবছে ভারত হাসতে হাসতে ম্যাচটি জিতে যাবে, সেইসময় এক গোল হজম করে টেনশন আরও বাড়িয়ে দিয়েছিল। ভারতীয় দল বিরতিতে ২-১ গোলে এগিয়ে ছিল।
ভারতের হয়ে ম্যাচে প্রথম গোল অভিষেক সিং। পরের দুটি গোল হরমনপ্রীত সিংয়ের। এই জয়ের সুবাদে ভারতীয় দল সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গিয়েছে। গতবার হকিতে পুরুষ দল ব্রোঞ্জ জিতেছিল। এবার ভারতীয় দল যে ছন্দে রয়েছে, তাতে এবার পদকের রং বদলাতে পারে।
১৯৭২ সালের অলিম্পিক্সের পরে ফের অস্ট্রেলিয়াকে হকিতে হারাল ভারত। ৫২ বছর পরে তাদের জয় অজি দলের বিরুদ্ধে। গত ম্যাচগুলিতে যা ভুল করেছিল ভারতীয় দল। সেটি শুধরে শুক্রবার মাঠে নামে তারা। ফিল্ড গোল করার ক্ষেত্রে সমস্যা ছিল। কিন্তু এদিন বিরতির আগেই যেভাবে বিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন ভারতীয় তারকারা। বোঝাই গিয়েছে, আজ জয়ের জন্য মরিয়া তারা।
ভারতীয় হকি দল: শ্রীজেশ, হরমনপ্রীত, জারমনজিৎ, অমিত, সুমিত, হার্দিক, মনপ্রীত, অভিষেক, মনদীপ ও গুরজন্ত।
পরিবর্ত : সঞ্জয়, বিবেক, রাজকুমার, সুখজিৎ ও ললিত।