শেষ আপডেট: 19th July 2024 14:46
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়! ২০১৪ সালের প্রাথমিক টেট নিয়ে জটিলতার মাঝেই এবার ২০১৭ সালের প্রাথমিক টেটের উত্তরপত্র বা ওএমআর শিটের সমস্ত 'ডিজিটাইজড কপি' তলব করল কলকাতা হাইকোর্ট।
শুক্রবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী ১৪ অগস্ট মামলার পরবর্তী শুনানি। সেদিন পর্ষদকে ওই ওএমআর শিটের কপি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
আদালত সূত্রের খবর, ২০১৭ সালের টেটেও একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। টিনা মুখোপাধ্যায় নামে এক মামলাকারীর অভিযোগ, ২০১৭ সালের টেটে অকৃতকার্য হওয়ার পর তিনি পর্ষদের কাছে ওএমআর শিটের কপি পেতে চেয়ে আবেদন জানান। অভিযোগ, পর্ষদের তরফে আসল ওএমআর শিটের বদলে তাকে ওএমআর শিটের একটি ফটোকপি দেওয়া হয়।
মামলাকারীর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, তাঁর মক্কেলকে ওএমআর শিটের যে কপি দেওয়া হয়েছে সেটি আদৌ তার নয়।
প্রসঙ্গত, এই মামলায় এর আগে পর্ষদের তরফে জানানো হয়েছিল, তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত ওএমআর শিটের আসল কপি নষ্ট করে ফেলা হয়েছে। যে রেজুলেশনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তার যাবতীয় তথ্য ইতিমধ্যে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। পরে ওই মামলাটি বিচারপতির মান্থার এজলাস থেকে বদলে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এসেছে।
আদালতের নির্দেশ মেনে রেজলিউশনের কপি জমা দিয়েছে পর্ষদ। আর তাতেই উল্লেখ রয়েছে পর্ষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল আসল ওএমআর শিট নষ্ট করা হলেও তার হুবহু ডিজিটাইজড কপি রেখে দেওয়া হবে। এরপরই ২০১৭ সালের প্রাথমিক টেটের উত্তরপত্র বা ওএমআর শিটের সমস্ত 'ডিজিটাইজড কপি' তলব করেছেন বিচারপতি।