শেষ আপডেট: 24th May 2024 15:04
দ্য ওয়াল ব্যুরো: ২০১০ সালের পর থেকে রাজ্যে যাঁরা ওবিসি সার্টিফিকেট পেয়েছেন সেই সব শংসাপত্র বুধবার বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের ওই রায়ের নেপথ্যে বিজেপি-সিপিএমের ইন্ধন নিয়ে আগেই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।
এবার রায়দিঘির নির্বাচনী সভা থেকে এ ব্যাপারে আরও বড় অভিযোগ আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর কথায়, "মুসলিমদের সঙ্গে তপসিলিদের দাঙ্গা লাগিয়ে দেওয়ার জন্যই ওবিসি সার্টিফিকেট ক্যানসেল করা হয়েছে। ভোটের মধ্যে ওরা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে।"
মমতা আরও বলেন, "সংবিধানে তপসিলিদের সংরক্ষণের কথা বাবা সাহেব আম্বেদকর করে গেছেন। এটা বাতিল করার ক্ষমতা কারও নেই। মোদীবাবু, অমিত শাহ আর ওদের বন্ধু সিপিএমকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি।"
এর আগে এদিন সাগরের সভা থেকেও এই প্রসঙ্গে মমতা বলেন, "এই রায় মানি না। কারণ, এই রায়ের কোনও ভিত্তি নেই। বিজেপি-সিপিএমের কথাতেই এমন রায় দেওয়া হয়েছে।" মুখ্যমন্ত্রী এও জানিয়েছে, আদালতের গ্রীষ্মকালীন ছুটি শেষ হলেই এ ব্যাপারে শীর্ষ আদালতে মামলা করবে রাজ্য।
প্রসঙ্গত, ১৯৯৩ -এর অনগ্রসর জাতি সংক্রান্ত আইন অমান্য করার অভিযোগে ২০১২ সালের ওবিসি সংক্রান্ত বিধি বাতিল করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি তপোব্রত চক্রবর্তী। নির্দেশে বলা হয়েছে, ২০১২ সালের বিধি মেনে যাদের ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছিল, সেগুলি বৈধ নয়। আদালতের এই রায়কেই চ্যালেঞ্জ জানিয়েছেন মমতা।