শেষ আপডেট: 18th June 2024 11:59
দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতার পর থেকে ভারত-পাকিস্তান দ্বৈরথ একটি রাজনৈতিক কাঁটা হিসাবে পুঁতে রাখা হয়েছে দু দেশের সম্পর্কে। একের পর এক যুদ্ধ, পরস্পর বিরোধী শত্রুতা বজায় রাখার নেপথ্যে রয়েছে দুই দেশেরই রাজনৈতিক অভিসন্ধি। এমনকী পরমাণু বোমা ক্ষেত্রেও একে অপরকে টেক্কা দিয়ে চলেছে। সাম্প্রতিক এক সমীক্ষা বলছে, ভারতের হাতে পাকিস্তানের তুলনায় অনেক বেশি পরমাণু অস্ত্র আছে। যদিও তা আরেক প্রতিবেশী রাষ্ট্র চিনের তুলনায় সামান্যই বলা যায়।
গত এক বছরে চিন অন্তত ৯০টি পরমাণু অস্ত্র বানিয়েছে বলে জানা গিয়েছে ওই সমীক্ষায়। ২০২৩ সালের জানুয়ারিতে চিনের হাতে ছিল ৪১০টি পরমাণু অস্ত্র। চলতি বছরের জানুয়ারিতে তা বেড়ে হয়েছে ৫০০। সুইডিশ থিঙ্কট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট (SIPRI) সোমবার এই রিপোর্ট প্রকাশ্যে এনেছে।
সিপ্রি-র সমীক্ষায় বলা হয়েছে, জানুয়ারি পর্যন্ত তথ্য মিললেও তারপরেও চিনের কমিউনিস্ট সরকার পরমাণু যুদ্ধাস্ত্র গবেষণা চালিয়ে যাচ্ছে। শুধু চিন একাই নয়, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ভারত এবং পাকিস্তানের মতো ৯টি পরমাণু শক্তিধর দেশ লাগাতার পরমাণু অস্ত্র উন্নত করে চলেছে। একইসঙ্গে পরমাণু অস্ত্র প্রয়োগের উৎক্ষেপণ যন্ত্র যেমন স্থল, নৌ ও বিমানবাহিনীতে প্রযুক্ত করার গবেষণাকেও এগিয়ে নিয়ে চলেছে।
রিপোর্টে আরও বলা হয়েছে, প্রায় ২১০০ পরমাণু অস্ত্র ব্যালিস্টিক মিসাইলে নিক্ষেপের জন্য তৈরি করে রাখা আছে। যার বেশিরভাগই রাশিয়া ও আমেরিকার কাজ। উল্লেখযোগ্য, এবারই প্রথম দেখা গিয়েছে, চিনও এরকম বেশ কিছু পরমাণু বোমা উৎক্ষেপণের জন্য তৈরি করে রেখেছে।
আগে উল্লিখিত ৬টি দেশ ছাড়াও ব্রিটেন, ইজরায়েল, উত্তর কোরিয়া মিলে প্রায় ৯টি দেশের হাতে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ১২,১২১টি পরমাণু বোমা রয়েছে। যার মধ্যে ৯৫৮৫টি ইতিমধ্যেই সেনাবাহিনী জিম্মায় রয়েছে প্রয়োজনে ব্যবহারের জন্য। আনুমানিক ৩৯০৪টি পরমাণু অস্ত্র ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমানে লাগিয়ে রাখা আছে আপৎকালীন ব্যবহারের জন্য। যা ২০২৩ সালের জানুয়ারির সংখ্যার থেকে ৬০টি বেশি। বাকিগুলি রয়েছে নিজ নিজ দেশের অস্ত্রাগারে।
সিপ্রির রিপোর্ট অনুযায়ী, বিশ্বের সব পরমাণু অস্ত্রের ৯০ শতাংশ রয়েছে রাশিয়া ও আমেরিকার হাতে। রিপোর্টে বলা হয়েছে, ভারতের হাতে মজুত রয়েছে ১৭২টি পরমাণু অস্ত্র (জানুয়ারি, ২০২৪) এবং পাকিস্তানের হাতে রয়েছে ১৭০টি। সিপ্রি বলেছে, ভারতের পরমাণু অস্ত্রের মূল লক্ষ্য পাকিস্তান হলেও তারা গত এক বছরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রয়োগে উন্নতি ঘটিয়েছে, যার ফলে এখন চিনেও আঘাত হানতে সক্ষম প্রযুক্তি হাতে রয়েছে নয়াদিল্লির। অবশ্য চিনের হাতে সম্ভবত আমেরিকা ও রাশিয়ার মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে বলে রিপোর্টে জানানো হয়েছে।