শেষ আপডেট: 5th March 2024 22:05
দ্য ওয়াল ব্যুরো: রবিবার সন্ধেয় সবার আগে দ্য ওয়ালে লেখা হয়েছিল, এবার অঘটন ঘটাতে পারেন তাপস রায়। হয়েছেও তাই। সোমবার দুপুরে বিধানসভার বাইরে সাংবাদিকদের সামনে জানিয়ে দিলেন তিনি তৃণমূল এবং বিধায়ক পদ থেকে সরে দাঁড়ালেন।
দ্য ওয়ালের ওই প্রতিবেদনে একথাও লেখা হয়েছিল, উত্তর কলকাতা থেকে তাপসকে প্রার্থী করতে পারে বিজেপি।
বিজেপি সূত্রের দাবি, ওই আসনে প্রথমে ভাবা হয়েছিল কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলর সজল ঘোষের নাম। তাপস দলত্যাগ করায় উত্তর কলকাতা থেকে তাঁকে প্রার্থী করা হতে পারে।
এ ব্যাপারে তাপসকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং সজল। সংবাদমাধ্যমে তাঁর দাবি, "একথা ঠিক, দল ওই কেন্দ্রে আমার কথা ভেবেছিল। তবে তাপস দা যদি বিজেপিতে আসেন এবং দল তাঁকে ওই আসনে প্রার্থী করে তাহলে আমি বলব, প্রার্থী হিসেবে উনি আমার চেয়ে অনেকবেশি যোগ্য। কারণ, তাপস রায় যেকোনও দলের সম্পদ।"
মঙ্গলবার সন্ধেয় এ ব্যাপারে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাপস রায়ও স্পষ্ট করে দিয়েছেন,. তিনি তৃণমূল ছাড়লেও রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন না এবং বিজেপির তরফে লোকসভা ভোটে লড়ার প্রস্তাব এলে তিনি ভেবে দেখবেন।
তাপসের কথায়, "আমি এখন ফ্রি বাড। বিজেপি আমাকে গ্রহণ করবে কি না, জানি না। তাঁদের একটা সাংগঠনিক বাঁধন রয়েছে. বিভিন্নস্তর রয়েছে। তবে বিজেপির তরফে আমার কাছে এমন কোনও প্রস্তাব এখনও আসেনি। প্রস্তাব এলে ভেবে দেখব।"
তাপসের পড়াশুনা সুরেন্দ্রনাথ কলেজে। রাজনীতিতে হাতেখড়ি তখনই। উত্তর কলকাতায় বরাবর ডাকাবুকো নেতা বলে পরিচিত ছিলেন। এক সময়ে তিনি সোমেন মিত্র তথা ছোড়দার ডান হাত ছিলেন। কংগ্রেসি রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় সমসাময়িক ছাত্র-যুব নেতা ছিলেন তিনি। পাঁচ দশকের বেশি সময় ধরে রাজনীতি করছেন। ফলে তিনি যে কোনওকিছু চূড়ান্ত না করে হঠাৎ দলত্যাগ করেছেন, এমনটা মেনে নিতে পারছেন না রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে।
তাঁদের মতে, বিজেপির সঙ্গে সম্ভবত চূড়ান্ত কথা হওয়ার পরেই দলত্যাগ করেছেন তাপসবাবু। কিন্তু এখনই তিনি আনুষ্ঠানিকভাবে বিষয়টি খোলসা করতে চাইছেন না।
উত্তর কলকাতার তণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাপসবাবুর যে বনিবনা নেই, তা নিয়ে কোনও রহস্য বাকি ছিল না। গত দেড়-দু’বছরে কখনও প্রকাশ্যে কখনও দলের মধ্যে তা পষ্টাপষ্টিই জানিয়েছেন তাপসবাবু। তবে সম্প্রতি তাপসের বাড়িতে ইডির হানার পর বিরোধী দলের নেতারাও তাপসের পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু এব্যাপারে দলনেত্রী বা দলের তরফে প্রকাশ্যে কোনও বিবৃতি না দেওয়ায় তাপসের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ ঘটে।
এদিন তাপসের দাবি, "সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য আমি দল ছাড়িনি।" একই সঙ্গে বলেছেন, "দলের ভেতরে এমন অনেক সুদীপ রয়েছেন। যারা সামনে অভিষেকের প্রশংসা করেন, কিন্তু এরা মনে প্রাণে অভিষেকের বিরোধী।"
তাপসের কটাক্ষ, "কী ওয়েলিং! অভিনয় করলে এদের জন্য দাদা সাহেব ফালকে পুরষ্কার বাঁধা ছিল। অস্কারও পেত কেউ কেউ!"