শেষ আপডেট: 28th May 2024 15:03
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটের আগে উত্তর কলকাতার প্রতি বঞ্চনা নিয়ে বড় অভিযোগ করলেন তাপস রায়। তৃণমূল ছেড়ে তাপস রায় উত্তর কলকাতার বিজেপির প্রার্থী হয়েছেন। বিজেপি এই আসনে কতটা গুরুত্ব দিচ্ছে তা মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শোয়ের আয়োজনের স্পষ্ট। সেই তাপস রায়ের অভিযোগ, তৃণমূল জমানায় উত্তর কলকাতাকে দুয়োরানি করে রাখা হয়েছে। দক্ষিণ কলকাতা যা পেয়েছে, উত্তর কখনও তা পায়নি।
বাংলায় কংগ্রেসি ঘরানার দীর্ঘ দিনের নেতা তাপস রায়। একদা ছাত্র পরিষদের সভাপতি ছিলেন। বিদ্যাসাগর, বড় বাজার এবং বরানগর থেকে বিধায়ক হয়েছেন। কিন্তু তাঁর তুলনায় অনেক নবীন হলেও রাজ্য মন্ত্রিসভায় অরূপ বিশ্বাস বা ফিরহাদ হাকিমরা যে গুরুত্ব পেয়েছেন তা তাপস রায় কখনও পাননি। তাপস রায়কে প্রশ্ন করা হয়, তাঁর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থার সম্পর্কের কি কোনও ঘাটতি ছিল? থাকলে তার কারণ কী?
জবাবে তাপস বাবু বলেন, “আমি উত্তর কলকাতার বলে, দক্ষিণ কলকাতার হলে আমার সঙ্গে এরকম হত না”। তাপস রায় আরও বলেন, “আমি যখন ছাত্র পরিষদের সভাপতি ছিলাম, তখন বর্তমান তৃণমূলের অনেকেই আমার নেতৃত্বে সংগঠন করেছেন। আমার নেতৃত্বে সংগঠন করা অন্তত ২৮ জন রয়েছেন বর্তমান মন্ত্রিসভায়”।
প্রশ্ন হল, তাঁরা মন্ত্রী হয়েছেন, অথচ তাঁদের নেতা কোনও দফতরের মন্ত্রী হননি। গত মেয়াদে কিছু দিনের জন্য প্রতিমন্ত্রী হয়েছিলেন মাত্র। তাপস রায় বলেন, “আমি উত্তর কলকাতার বলেই কিছু হল না। সাধন পান্ডে মারা যাওয়ার পরেও উত্তর থেকে কাউকে মন্ত্রী করা হয়নি। এক মাত্র শশী পাঁজা রয়েছেন। আর দক্ষিণ কলকাতা থেকে চার জন পাঁচ জন মন্ত্রী। উত্তর কলকাতা কোনওদিনও মেয়র পেল না। পুরসভার চেয়ারম্যান পেল না। এটা উত্তর কলকাতার সবাই জানেন। সবাই বলেন। তৃণমূলের মধ্যেও এ নিয়ে আলোচনা রয়েছে”।
উত্তর কলকাতা কি তাহলে দুয়োরানি? তাপস রায় বলেন, “হ্যাঁ উত্তর কলকাতাকে সেভাবেই তো দেখে ওরা।”
এবার লোকসভা ভোটে গুঞ্জন রয়েছে যে তৃণমূলের একাংশ উত্তর কলকাতায় তলে তলে তাপস রায়কে সমর্থন করছেন। তা ছাড়া উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে না যাওয়ায়, দলের মধ্যে আলোচনা চলছে। অনেকে মনে করছেন, অভিষেক যে সুদীপের পাশে নেই, এটা তারই ইঙ্গিত। কৌতূহলের ব্যাপার হল, উত্তর কলকাতাকে দুয়োরানি আখ্যা দিয়ে সেখানকার তৃণমূল নেতা অতীন ঘোষ বা সঞ্জয় বক্সীদের অভিমান কি উস্কে দিতে চাইছেন তাপস রায়?
জবাবে তাপস বাবু বলেন, “ওঁরা যেন বাচ্চা ছেলে, আমূল ফেড বয়! ওঁরা কিছু জানেন না, বোঝেন না। আমি উস্কানি দিলে তবেই বুঝবে। ওঁরাও জানে ওঁরাও বোঝে”। তাপসবাবু এও ইঙ্গিত দেন, উত্তর কলকাতায় তৃণমূলের অনেকেই আগামী দিনে দল ছাড়তে পারেন বলে তিনি মনে করছেন। কারণ তাঁর মতে, “সবাই তো আর মেরুদণ্ড বিক্রি করে দেয়নি”।