শেষ আপডেট: 28th February 2024 08:44
দ্য ওয়াল ব্যুরো: উত্তর কলকাতায় বিভিন্ন সরু অলিগলি রয়েছে। সাধারণত জমজমাট এলাকা হলেও সন্ধে নামলে অনেক জায়গায়তেই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। যা চিন্তার ভাঁজ ফেলেছে কলকাতা পুলিশের কপালে। তাই এবার এইসব অলিগলিতে বাড়ানো হবে নজরদারি। বিশেষ পন্থায় 'সিক্রেট মিশনে' নামবে লালবাজার।
কলকাতা পুলিশ সূত্রের খবর, অপরাধীদের নজর এড়াতে অভিনব উদ্যোগে এলাকা টহলদারি করবেন পুলিশ আধিকারিকরা। শ্যামপুকুর, বড়তলা ও জোড়াবাগান থানা এলাকায় অটোয় করে ঘুরবে পুলিশ। ইতিমধ্যেই বড়তলা থানা এলাকায় শুরু হয়েছে এই পেট্রলিং। প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত ১২টা পর্যন্ত অটোতে করে টহলদারি শুরু করেছেন থানার অফিসাররা।
উল্লেখ্য, সম্প্রতি এই সিক্রেট মিশনে নেমেই দু’টি পৃথক মোবাইল ছিনতাইয়ের কিনারা করেছে বড়তলা থানা। দু’টি আলাদা ঘটনা মিলিয়ে মোট চারজনকে হাতেনাতে গ্রেফতারও করেছেন তদন্তকারীরা। আর সেই সাফল্য থেকেই তিনটি থানা এলাকায় এই অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক অফিসারের সঙ্গে মোট চারজনের টিম ঘুরবে সংশ্লিষ্ট এলাকায়।
আসলে বড়তলা, শ্যামপুকুর ও জোড়াবাগান থানা এলাকায় প্রচুর গলি রয়েছে। পুলিশ সূত্রে খবর, শ্যামপুকুর থানা এলাকা প্রায় ১.৭ বর্গ কিলোমিটার বিস্তৃত। এখানে ছোট বড় মিলিয়ে ৬০টির বেশি গলি রয়েছে। তার মধ্যে কোনও কোনওটিতে শুধু মাত্র হেঁটে যাওয়া ছাড়া উপায় নেই। আবার জোড়াবাগান থানা এলাকার জনঘনত্ব শ্যামপুকুরের তুলনায় বেশি। এই থানা এলাকা ১.৭৩ বর্গ কিলোমিটার বিস্তৃত। নিমতলা, কুমোরটুলি সংলগ্ন এই এলাকাতেও ৫০ টির বেশি অলিগলি রয়েছে। তাই বড়তলা থানার পাশাপাশি বাকি দু’টি থানা এলাকাতেও অটো করে টহলদারির ব্যবস্থা করা হচ্ছে।
গাড়ি, বাইক ছেড়ে অটোয় চেপে টহলদারির সিদ্ধান্ত কেন? লালবাজারের এক কর্তার মতে, গাড়ি তো বটেই, বাইকে করে টহলদারি চালালেও অপরাধীরা আগে থেকে সতর্ক হয়ে যেতে পারে। তাই ‘সিক্রেট মিশন’ চালাতে অটোকে হাতিয়ার করবেন কলকাতার পুলিশের অফিসাররা।