ফাইল ছবি।
শেষ আপডেট: 5th May 2024 12:28
দ্য ওয়াল ব্যুরো: গত বৃহস্পতিবার রাতে ফুলবাগান থানা এলাকার নারকেলডাঙায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন বিজেপির যুব নেতা ইন্দর যাদব। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পিস্তল, লোহার রড নিয়ে তাঁর উপরে হামলা চালায়। মারধর করার পরে তাঁকে বাড়ির কাছেই একটি পুকুরে ফেলে দেওয়া হয়।
ইন্দরকে মারধরের ঘটনায় প্রধান অভিযুক্ত প্রকাশ যাদবকে গ্রেফতারের দাবিতে শনিবার রাতে ফুলবাগান থানা ঘেরাও করেছিল বিজেপি। অভিযোগ, তারপরই গভীর রাতে ফের ইন্দরের পরিবারের ওপর নেমে এসেছে দুষ্কৃতী হামলা। খবর পেয়ে শনিবার গভীর রাতে ইন্দরের বোনকে এনআরএস হাসপাতালে নিয়ে যান বিজেপির উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি তমোঘ্ন ঘোষ।
ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। তমোঘ্ন বলেন, "শনিবার রাতেই আমরা প্রধান অভিযুক্ত গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও করেছিলাম। তারপরই রাতে ইন্দরের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। ওর বোন গুরতর জখম হয়েছেন।
বিজেপির উত্তর কলকাতা লোকসভা আসনের প্রার্থী তাপস রায় বলেন, "বাংলায় যে আইনের শাসন নেই, গুন্ডারাজ চলছে এই ঘটনা আবারও তা প্রমাণ করল। পুলিশ শাসকদলের অপরাধীদের আড়াল করছে।"
পুলিশের অবশ্য দাবি, ইন্দরের ওপর হামলার ঘটনায় ইতিমধ্যে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
বৃহস্পতিবার দুষ্কৃতীদের হামলায় ইন্দরের মাথা এবং মুখ ফেটে যায়। ভেঙে গিয়েছে একটি পা। অন্য পা টিও মারাত্মকভাবে জখম। হাসপাতালে চিকিৎসাধীন সে। এবার আক্রান্ত হলেন তাঁর বোনও। ঘটনার প্রতিবাদে রবিবার ফের কমিশনের দ্বারস্থ হতে চলেছে বিজেপি।
যদিও অভিযোগ উড়িয়ে তৃণমূলের স্থানীয় বিধায়ক পরেশ পাল বলেন, ‘‘দুজনের ব্যক্তিগত শত্রুতার সঙ্গে রাজনীতিতে জড়িয়ে বিজেপি ভোটের বাজারে ফায়দা তুলতে চাইছে। এই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।’’
অন্যদিকে শনিবার রাতে গিরিশ পার্ক একটি শীতলা মন্দিরে পুজো হচ্ছিল। সেখানে গিয়েছিলেন তাপসের অনুগা্মীরা। অভিয়োগ, বাইরে বেরিয়ে তাঁরা জয় শ্রী রাম স্লোগান দিতেই মারধর করা হয়। হামলায় এক মহিলা-সহ ২জন জখম হয়েছেন। তৃণমূল অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছে।