শেষ আপডেট: 20th March 2024 21:07
দ্য ওয়াল ব্যুরো: গার্ডেনরিচের বহুতল ভেঙে পড়ার ঘটনায় বেআইনি নির্মাণ নিয়ে চর্চা শুরু হয়েছে সব মহলে। বুধবারই হাওড়ার একটি বহুতল অবিলম্বে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। একই সঙ্গে ওই বহুতলের প্রোমাটারকে ১ কোটি টাকা জরিমানার নির্দেশ দিয়েছে্ন।
বেআইনি নির্মাণ নিয়ে রাজনৈতিক শিবিরে অভিযোগ পাল্টা অভিযোগ সামনে আসছে। রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী জাভেদ খান ও তাঁর ছেলের বিরুদ্ধে জলাজমি ভরাটের অভিযোগ এনেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপরই এদিন সন্ধেয় সাংবাদিক বৈঠক থেকে জাভেদের দাবি, “শুভেন্দুর লোক আমার কাছে ৫ লাখ টাকা চেয়েছিল, শুভেন্দু আমার বা আমার ছেলের বিরুদ্ধে যে অভিযোগ আনছে তার প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব।”
একই সঙ্গে জাভেদ বলেন, “কাউকে দোষারোপ বা বাঁচানোর জন্য সাংবাদিক বৈঠক ডাকিনি। সমস্যা যেটা আছে, সমস্যার সংশোধন কীভাবে করা যায় সেটা করা দরকার। উত্তর কলকাতাতেও গায়ে গায়ে অনেক বিল্ডিং আছে। ৫০ বছর আগে তৈরি। কাগজপত্র ঠিক নেই অনেকের। বস্তি এলাকায় এই সমস্যা বেশি। বেলেঘাটা, বড়বাজার, তপসিয়া সব জায়গায় হচ্ছে।”
বেআইনি নির্মাণ ভেঙে ফেলার বিষয়ে আদালতের নির্দেশ প্রসঙ্গে জাভেদ বলেন, “হাইকোর্ট বলছে ভেঙে দাও। যারা থাকে তাঁরা কোথায় থাকবে সেটা তো বলতে হবে। শুধু খালি করে দেওয়ার কথা বললে তো হবে না।”
জাভেদের দাবি, “বেআইনি নির্মাণ ভাঙার বিষয়ে সুপ্রিম কোর্ট অর্ডার দেওয়ার পরেও বাম জমানা থেকেই বহু বেআইনি নির্মাণ হয়েছিল। অভিযোগ পাল্টা অভিযোগ না করে সকলের উচিত সমস্যার সমাধানে এগিয়ে আসা।”