শেষ আপডেট: 3rd August 2024 15:01
দ্য ওয়াল ব্যুরো: ১ অগস্ট সংসদের নতুন ভবনের ছাদ চুঁইয়ে জল পড়ার ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছিল। রাজ্যসভার তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন সেদিন মোদী সরকারকে আক্রমণ করে ইনস্টাগ্রাম পোস্টে লিখেছিলেন, “নতুন মোদী সরকারের সবেতেই লিক। পেপার লিক, ওয়াটার লিক, সিস্টেম লিক। এমনকী জনতার রায়ও লিক।”
এবার রাজ্যসভাতেও সেই একই হাল! জল থইথই সংসদ ভবন! ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে পুরনো সংসদ ভবন ফেরানোর দাবি জানালেন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন। ইতিমধ্যে পোস্টটি ভাইরাল। যেখানে ফের 'লিক' প্রসঙ্গে মোদী সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন একাধিক নেট নাগরিক।
একজন লিখেছেন, 'সামান্য বর্ষণ প্রতিরোধের ক্ষমতাও নেই। গণতন্ত্রের মন্দিরের কী অবস্থা!" এর আগে ঘটা করে উদ্বোধন হওয়া অযোধ্যার রাম মন্দিরের ছাদ চুঁইয়ে জল পড়ার ভিডিও প্রকাশ্যে এসেছিল। ওই প্রসঙ্গ টেনে আর এক নেট নাগরিক লিখেছেন, "সর্বত্রই লিক! এটাই কি মোদী সরকারের গ্যারান্টি!"
View this post on Instagram
ডেরেক ও ব্রায়েনের শেয়ার করা ভিডিও-র সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি। তবে ভিডিওতে দেখা যাচ্ছে, সংসদের নতুন ভবনে হু হু করে জল ঢুকছে। মেঝে জলমগ্ন। রীতিমতো গোড়ালি ডোবা জলেই সবাইকে যাতায়াত করতে হচ্ছে।
বিরোধীদের আপত্তি উড়িয়ে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নতুন সংসদ ভবন তৈরি করেছে মোদী সরকার। স্বাভাবিকভাবে নয়া ভবনের এমন দশা দেখে অনেকেই নির্মাণ কাজে দুর্নীতির অভিযোগ তুলেছেন। তবে এ ব্যাপারে মোদী সরকারের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।