শেষ আপডেট: 13th September 2023 06:20
দ্য ওয়াল ব্যুরো: বিগত কয়েক বছরের মতো এবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন (Modi birthday) ধুমধাম করে পালনের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। ১৭ সেপ্টেম্বর থেকে এক পক্ষকাল সারা দেশে সমাজসেবামূলক কাজকর্মে যুক্ত হতে বলা হয়েছে বিজেপির নেতা-কর্মীদের (National flag for first time on new parliament)।
তবে এবার বেশ কিছু সরকারি কর্মসূচিও দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর জন্মদিনের (Modi birthday) দিন শুরু করার পরিকল্পনা করা হয়েছে। কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক তাদের আয়ুষ্মান ভব কর্মসূচি শুরু করতে চলেছে ১৭ সেপ্টেম্বর। আয়ুষ্মান ভব কর্মসূচি চলবে ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন পর্যন্ত। এই সময় সারা দেশে সেবাকাল পালন করবে স্বাস্থ্যমন্ত্রক।
পরদিন ১৮ সেপ্টেম্বর পুরনো সংসদ ভবনেই বসবে সংসদের বিশেষ অধিবেশন। ১৯ তারিখ থেকে পরের চারদিনের অধিবেশন হবে নতুন সংসদ ভবনে। অধিবেশন চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। ১৯ তারিখ হল গণেশ চতুর্থী।
সরকারি সূত্রের খবর, ১৭ তারিখ কেন্দ্রীয় সরকারের পূর্ত বিভাগ নতুন সংসদ ভবনের বাইরে বিশ্বকর্মা পুজোর আয়োজন করবে। ওই বিভাগই নয়া সংসদ ভবন তৈরির দায়িত্বে ছিল। সেদিনই নতুন ভবনে জাতীয় পতাকা তোলা হবে। গত ২৮ মে প্রধানমন্ত্রী মোদী নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছেন।
আরও পড়ুন: জি-২০: চিনা প্রতিনিধির ব্যাগে রহস্যে ঘেরা যন্ত্রপাতি, দিল্লির হোটেলে ১২ ঘণ্টার নাটক