শেষ আপডেট: 1st August 2024 13:33
দ্য ওয়াল ব্যুরো: ভারী বৃষ্টিতে নাজেহাল দিল্লি। রাজধানীর একাধিক রাস্তা জনমগ্ন। ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আর বর্ষণের চাপ সইতে পারল না নতুন সংসদ ভবনও! এক বছরও বয়স হয়নি মোদী জমানায় তৈরি হওয়া সংসদ ভবনের। তারই মধ্যে ছাদ চুঁইয়ে পড়ছে জল ! সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে দাবি করেছে কংগ্রেস।
বর্ষার কোপ পড়েছে সংসদ ভবনেও। বুধবার থেকে সংসদ ভবন চত্বরে জল জমতে শুরু করেছে। বিরোধীদের দাবি, সংসদের এমন ছবি আগে কখনও দেখা যায়নি। তার মধ্যেই চলছে বাজেট অধিবেশন।
সোশ্যাল মিডিয়ায় তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ মাণিকম ঠাকুর এই সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, নতুন সংসদ ভবনের ছাদ চুঁয়ে পড়ছে জল। নিচে বালতি পাতা। সংসদের লবির বেশ কিছুটা জায়গা জল পড়ে ভিজে রয়েছে।
নয়া সাংসদ ভবনের ছাদ ফুটো! #Parliament #India #TheWallNews #Rain #Leakage #rooftop pic.twitter.com/zPbLmDQxKZ
— The Wall (@TheWallTweets) August 1, 2024
ভিডিওর ক্যাপশনে সাংসদ লেখেন, 'বাইরে পেপার লিক হচ্ছে আর ভিতরে জল লিক করছে। সংসদের যে লবি রাষ্ট্রপতি ব্যবহার করেন, সেখানে এভাবে ছাদ থেকে জল চুঁইয়ে পড়তে দেখা গিয়েছে। এর থেকেই স্পষ্ট যে এক বছর আগে তৈরি এই নয়া ভবনে দুর্যোগপূর্ণ আবহাওয়া মোকাবিলায় সমস্যা রয়েছে। উল্লেখ্য, তামিলনাড়ুর সাংসদ মণিকম লোকসভায় কংগ্রেসের হুইপ। তাঁর দাবি, সংসদ ভবনের এই অবস্থায় সব দলের সাংসদদের নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করা উচিত যা এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত করবে।
Paper leakage outside,
— Manickam Tagore .B????????மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) August 1, 2024
water leakage inside. The recent water leakage in the Parliament lobby used by the President highlights urgent weather resilience issues in the new building, just a year after completion.
Moving Adjournment motion on this issue in Loksabha. #Parliament pic.twitter.com/kNFJ9Ld21d
ভিডিও পোস্ট করার সঙ্গেই মুলতুবি প্রস্তাব আনতে চলেছেন কংগ্রেস সাংসদ মাণিকম ঠাকুর। তাঁর দাবি, মাত্র এক বছর আগে কাজ শেষ হওয়া সংসদের লবিতে যেভাবে জল চুঁইয়ে পড়ছে তাতে স্পষ্ট যে সংসদের নয়া ভবন প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে পারবে না। কনৌজোর সাংসদ তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের গলাতেও বিষয়টি নিয়ে কটাক্ষের সুর শোনা গিয়েছে। বর্ষাকালীন অধিবেশনের বাকিটা পুরনো সংসদ ভবনেই স্থানান্তর করার দাবি জানিয়েছেন তিনি।
इस नई संसद से अच्छी तो वो पुरानी संसद थी, जहाँ पुराने सांसद भी आकर मिल सकते थे। क्यों न फिर से पुरानी संसद चलें, कम-से-कम तब तक के लिए, जब तक अरबों रुपयों से बनी संसद में पानी टपकने का कार्यक्रम चल रहा है।
— Akhilesh Yadav (@yadavakhilesh) August 1, 2024
जनता पूछ रही है कि भाजपा सरकार में बनी हर नई छत से पानी टपकना, उनकी… pic.twitter.com/PpJ36k6RJm
সরকারকে তীব্র আক্রমণ করছে তৃণমূলও। রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও ব্রায়েন, বলেন, "নতুন মোদি সরকারের সবেতেই লিক। পেপার লিক, ওয়াটার লিক, সিস্টেম লিক। এমনকী জনতার রায়ও লিক।" সরব হয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও। নিজের এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘‘নতুন এই সংসদ ভবন ছিল নরেন্দ্র মোদীর অহংকার! সেই অহংকারের আসন ২০২৪ লোকসভা ভোটের পর টলে গেছে, ধীরে ধীরে তাই যেন স্পষ্ট হচ্ছে।’’
New parliament lobby is leaking water. Given the building is a monstrous edifice to @narendramodi ‘s ego it is only fitting that has got shaky post 2024 lok sabha results. Bharat Mandapam leaks another case in point.
— Mahua Moitra (@MahuaMoitra) August 1, 2024
প্রায় ১২০০ কোটি টাকা খরচ করে নয়া সংসদ ভবনটি তৈরি করেছিল মোদী সরকার। গত ২৮ মে ২০২৩ সালে উদ্বোধন হয়। চারতলা এই সংসদ ভবনের প্রথম অধিবেশন বসেছিল ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে। ব্রিটিশ আমলে তৈরি পুরনো সংসদ ভবনের ঠিক সামনেই তৈরি হয়েছে এই নয়া সংসদ ভবনটি। রাষ্ট্রপতি এই লবি দিয়ে হেঁটে সংসদ ভবনের কক্ষে পৌঁছন। সংসদের প্রতিটি কোণে ভারতীয় শিল্পকলার নিদর্শন তুলে ধরা হয়েছে। এমন নব নির্মিত সংসদ ভবনের ছাদ থেকে জল পড়ার ছবি সামনে আসায় মোদী সরকারকে বিঁধতে ছাড়েনি বিরোধীরা। এক বছরের মধ্যেই সামান্য বর্ষা প্রতিরোধের ক্ষমতা নেই ওই ভবনের, প্রশ্ন উঠতে শুরু করেছে।
এর আগে প্রধানমন্ত্রীর সাধের রামমন্দিরের ছাদ চুঁইয়ে জল পড়ার ভিডিও প্রকাশ্যে এসেছিল। যা কেন্দ্রের শাসকদলের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। কয়েকদিনের মধ্যে সেই অস্বস্তিতে নতুন মাত্রা যোগ করল সংসদের লবিতে জল পড়ার ভিডিও।