শেষ আপডেট: 5th March 2024 20:04
নিউ মার্কেটে ঘুরতে ঘুরতে চোখ আটকাল ফ্লোরাল প্রিন্ট আর এমব্রয়ডারির কম্বিনেশনে তৈরি একটা শাড়িতে। কী সুন্দর। কিন্তু খুব চেনা চেনা লাগছে শাড়িটা। হঠাৎ মনে পড়ল, আরে কয়েকদিন আগে একটা ইভেন্টে অনুষ্কা শর্মাকে ঠিক এই শাড়িটাই পরতে দেখেছি! সব মিডিয়াতে দেখা গেছে ইভেন্টটা। শাড়ির সঙ্গে জ্যাকেট ব্লাউজটা পর্যন্ত এক্কেবারে এক। তাহলে কি এটা 'ফার্স্ট কপি' শপ?
ভাবতে ভাবতে ঢুকে পড়লাম শোরুমটায়।
শোরুমের নাম তিরুপতি (জি 52 নিউ মার্কেট, ফোন: ৯০৫১৫০৫০৫০)। এখানে চমক লাগার মতো কালেকশন রয়েছে। যেন গোটা বলিউড তার অফবিট ডিজাইনের শাড়ি নিয়ে হাজির এখানে। অনুষ্কা শর্মা, দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর, রানী মুখার্জী থেকে মাধুরী দীক্ষিত, সুস্মিতা সেন- সবার পছন্দের শাড়ি সাজানো রয়েছে তিরুপতির শোকেসে। জরি কাটওয়ার্ক, জরি এমব্রয়ডারি, জরি সিক্যুইনের ঝলমলে কাজ, মেটালিক প্রিন্ট, বিডসের ডিজাইন মিলেমিশে পার্টিওয়ার রেঞ্জ তৈরি হয়েছে এক্কেবারে ফিল্মি স্টাইলে।
শিফন, জর্জেট, ক্রেপ, অর্গেঞ্জা, চান্দেরি, নেট, সিল্ক, তসর মেটিরিয়ালের শাড়িগুলো তৈরি। কোনওটাই পিওর নয়, মিক্সড ফ্যাব্রিক। তাই দামটা খুব পকেট ফ্রেন্ডলি। প্রত্যেকটা শাড়ির সঙ্গে ব্লাউজ পিস তো আছেই, তাছাড়াও কনট্রাস্ট ম্যাচিং ব্লাউজ, জ্যাকেট স্টাইল ব্লাউজ ও স্লিভলেস ডিজাইনার ব্লাউজ রয়েছে। ব্লাউজ সমেত শাড়ির দামের রেঞ্জ পনেরো'শো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে। সঙ্গীত, আইবুড়ো ভাত, হলদি, ককটেল পার্টি, রিসেপশন - বিয়েবাড়ির সব অনুষ্ঠানে পরার মতো শাড়ি পাবেন তিরুপতিতে।