শেষ আপডেট: 4th December 2023 20:07
দ্য ওয়াল ব্যুরো: আর পাঁচজনের মতো হাজির হয়েছিলেন চাকরির পরীক্ষা দিতে। সঙ্গে ছিল অ্যাডমিট কার্ড সহ যাবতীয় নথি। কিন্তু বায়োমেট্রিকেই ধরা পড়ে গেল ভুয়ো পরীক্ষার্থীর পরিচয়। পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা দিতে গিয়ে এভাবেই হাতেনাতে ধরা পড়েছে দুই ভুয়ো পরীক্ষার্থী। ঘটনাটিতে অভিযুক্ত দুই তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।
ধৃতদের নাম রুবি কুমারী ও পুনম কুমারী। তাঁরা দু'জনই ঝাড়খণ্ডের বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, মালদহের গাজোলের দুই বাসিন্দার মনিকা মুর্মু ও বনিতা টুডুর জায়গায় তাঁরা পরীক্ষা দিতে এসেছিলেন।
রবিবার পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা ছিল। নিউ মার্কেটের একটি কেন্দ্রে পরীক্ষা দিতে আসে ওই দুই তরুণী। তাঁদের কাছে অ্যাডমিট কার্ড সহ যাবতীয় নথি ছিল। ফলে প্রাথমিকভাবে পরীক্ষার হলে প্রবেশে কোনও সমস্যা হয়নি। তবে বায়োমেট্রিক পরীক্ষায় দুই পরীক্ষার্থীর আঙুলের ছাপ মেলেনি। আর এতেই ইনভিজিলেটরের সন্দেহ হয়। পরে তাঁদের জিজ্ঞাসাবাদ করতেই প্রকাশ্যে আসে আসল তথ্য।
ভুয়ো পরীক্ষার্থীদের গ্রেফতার করেছে নিউ মার্কেট থানার পুলিশ। কীভাবে মালদহে ওই বাসিন্দাদের সঙ্গে ঝাড়খণ্ডের তরুণীদের যোগাযোগ হল-এই সমস্ত বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। যাদের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন ধৃতরা তাঁদের খোঁজে চলছে তল্লাশি। গোটা ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।