শেষ আপডেট: 27th November 2023 13:25
দ্য ওয়াল ব্যুরো: যতই আলমারি উপচে পড়ুক না কেন শীতকালে একটু উইন্টার শপিং না করলে মনটা কেমন খুঁতখুঁত করে। মিন্ত্রা, মিসো, ফ্লিপকার্ট, অ্যামাজনের মতো অনলাইন শপিং সাইটগুলো থেকে অর্ডার করা হয়ে গেলেও কলকাতার রাস্তায় ঘুরে কম দামে ফ্যাশানেবল শীতের পোশাক কিনে আনার মধ্যে যেন আলাদাই আমেজ আছে।
ফুটের দোকানে হোক বা গড়িয়াহাট, ধর্মতলা চত্বর, এইসব জায়গায় একটু ভাল করে খুঁজে দেখলে কী না পাওয়া যায়! বিয়েবাড়ি, হাউস পার্টি, পিকনিক সবই কিন্তু এই শীতের মরশুমে। তারপর আছে বড়দিন, নিউ ইয়ার। তাই একটু স্পেশাল জামাকাপড় তো লাগেই। কিন্তু চিন্তা একটাই সবসময় তো আর দাম দিয়ে জিনিস কেনা সম্ভব নয়। তাই আপনাদের জন্য এমন কিছু জায়গার খোঁজ রইল যেখানে শীতের ফ্যাশন শুরু করতে পারেন মাত্র ২০০ টাকা থেকে।
বাচ্চা থেকে বুড়ো সবাই জানে ধর্মতলা হল দরাদরি করে শপিং করার অন্যতম সেরা জায়গা। শীতের ফ্যাশনেও কোনও বিকল্প নেই ধর্মতলা ফুট মার্কেটের। সোয়েটশার্ট, জ্যাকেট, টুপি, স্কার্ফ, মাফলার সবকিছুই পেয়ে যাবেন এখানে। রয়েছে লেদার জ্যাকেটও। ধর্মতলা চত্বরে জ্যাকেটের দাম শুরু হচ্ছে ৩০০, ৩৫০ টাকা থেকে। দরদাম করলে ২০০ টাকার মধ্যেই আপনার সাধের জ্যাকেটটা কিনে নিতে পারবেন। ক্রপ টপের মতো ক্রপ সোয়েটশার্ট পেয়ে যাবেন ৩০০ টাকার মধ্যে। পাতলা সোয়েটারের দাম শুরু ১৫০ টাকা থেকে।
এছাড়া গড়িয়াহাট চত্বরেও পেয়ে যাবেন নানা ধরণের শীতের পোশাক। জ্যাকেট পেয়ে যাবেন ৩৫০ টাকার মধ্যে এছাড়া স্টোল পেয়ে যাবেন ১০০ টাকায়। পেয়ে যাবেন ৪০০ টাকার মধ্যে দারুণ দারুণ সোয়েটার। যেতে পারেন ইন্ডিয়ান মিউজিয়ামের কাছে ফুটের দোকানগুলোতে। পার্কস্ট্রিট মেট্রো স্টেশনে নেমে গভর্নমেন্ট আর্ট কলেজ যাওয়ার রাস্তা ধরে হাঁটলে দুধারে পরবে বেশ কিছু জ্যাকেট এবং সোয়েটশার্টের দোকান। অসাধারণ কালেকশন। ওভারসাইজড জ্যাকেট এবং সোয়েটশার্টের দাম শুরু ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে।
সবসময় দামি ফ্যাশানেবল জামাকাপড় কিনতে না চাইলে নির্দ্বিধায় চলে পারেন এইসব জায়গায়। টাকাও বাঁচবে আবার ফ্যাশনও চলবে ফ্যাশনের মতো।