শেষ আপডেট: 16th March 2024 19:36
দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় প্রকাশ্যে খুন। নিউ মার্কেটের হোটেলের নীচে ধস্তাধস্তিতে মৃত্যু হল এক ব্যক্তির। টাকা নিয়ে বচসা থেকেই খুন করা হয়েছে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। ঘটনাটিতে পুলিশ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করছে।
মৃতের নাম মুন্না শেখ (৫১)। ভিক্ষাবৃত্তি করতেন নিউ মার্কেট এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে রফি কিদওয়াই রোডে টাকা পাওনা নিয়ে বেশ কয়েকজনের মধ্যে প্রথমে বচসা এবং পরে হাতাহাতি শুরু হয়। এরপর রাস্তাতেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন মুন্না। শনিবার তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় শনিবার কলকাতার নিউ মার্কেট এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। শনিবার দুপুরে ঘটনাস্থলে যায় লালবাজারের হোমিসাইড শাখার তদন্তকারীরা। ঠিক কী কারণে খুন করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।