শেষ আপডেট: 31st August 2023 09:48
দ্য ওয়াল ব্যুরো, কলকাতা: অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে (Buddhadev Bhattacharyya) দেখে এলেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি (Naushad Siddiqi) । রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য দেশি কই আর শিঙি মাছ নিয়ে গিয়েছিলেন তিনি।
বুদ্ধবাবুর বাড়ি থেকে বেড়িয়ে এদিন নওসাদ বলেন, “হাসপাতাল থেকে তিনি ফেরার পরই ভেবেছিলাম একদিন দেখা করব। আজ ওঁর সঙ্গে দেখা হয়নি। উনি বিশ্রাম নিচ্ছিলেন। তবে মীরাদেবীর সঙ্গে কথা হয়েছে। তাঁর কাছেই ওঁর স্বাস্থ্যের খোঁজ নিয়েছি।”বুদ্ধবাবুর স্বাস্থ্যের কথা ভেবে এদিন দেশি কই এবং শিঙি মাছ নিয়ে গিয়েছিলেন নওসাদ।
গত বিধানসভা ভোটে বামফ্রন্ট ও কংগ্রেসের সঙ্গে জোট করেছিল আইএসএফ। নাম হয় সংযুক্ত মোর্চা। সেই জোটের জয়ী প্রার্থী নওসাদ। এদিন বুদ্ধবাবুকে তিনি দেখতে যাওয়ায় ফের রাজনীতিই সামনে এসেছে। তবে তা উড়িয়ে দিয়েছেন ফুরফুরার পীরজাদা।
আরও পড়ুন: নওসাদকে ফের তলব সিআইডি-র, ভাঙড়ের খুনের মামলায় চার দিনে দু'বার হাজিরা ভবানী ভবনে