শেষ আপডেট: 4th April 2024 15:56
দ্য ওয়াল ব্যুরো: অবসান হল বাম-কংগ্রেসের সঙ্গে আইএসএফের জোট নিয়ে যাবতীয় সম্ভাবনার। বৃহস্পতিবার নওসাদ সিদ্দিকি জানিয়ে দিলেন লোকসভা ভোটে কারও সঙ্গে কোনও আসন রফা নয়। একাই লড়বে আইএসএফ।
বৃহস্পতিবার সকালে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি জানিয়েছিলেন, সিপিএম শ্রীরামপুর থেকে প্রার্থী প্রত্যাহার করলে তবেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মহম্মদ সেলিমের বিরুদ্ধে প্রার্থী প্রত্যাহার করার বিষয়টি বিবেচনা করবে দল। কয়েক ঘণ্টার মধ্যেই নওসাদ জানিয়ে দিলেন, কোনও জোট নয়, লোকসভা ভোটে একাই লড়বে আইএসএফ।
জোট না হওয়ার জন্য এদিন সিপিএমকেই দুষলেন নওসাদ। জানালেন, তাঁরা প্রথমে প্রার্থী ঘোষণা করার পরে সিপিএম সাংবাদিক বৈঠক করে মুর্শিদাবাদ কেন্দ্রে প্রার্থীর নাম জানিয়েছে। বললেন, "ওখানে সিপিএম আমাদের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে। কারণ মুর্শিদাবাদে আমরা প্রথমে প্রার্থী ঘোষণা করেছিলাম। তারপরে সিপিএম সাংবাদিক সম্মেলন করে সেলিম সাহেবকে ওখানে দাঁড় করিয়েছে। বাম-কংগ্রেসের সঙ্গে আমরা জোট চেয়েছিলাম। কিন্তু বামেদের জন্য সেই জোট হল না।"
সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম অবশ্য নওসাদের আনা অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, "কিছু আসনে কংগ্রেস এবং আইএসএফের সঙ্গে আলোচনা করেই আমরা প্রার্থী দিতে চেয়েছিলাম। তাই সব আসনে এখনও প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি। তবে নওসাদ যে দাবি করছেন, এই ধরনের বার্গেনিং পলিটিক্স ঠিক নয়। আইএসএফ অন্যের হাতে সাজানো তামাক খাচ্ছে।"
জোটের প্রসঙ্গে এদিন কংগ্রেসকেও এক হাত নিলেন নওসাদ। তাঁর দাবি, "জোটের প্রশ্নে কংগ্রেস প্রথম থেকেই ভিলেনের মতো আচরণ করে আসছে।" জোট না হওয়ার দায় পুরোটাই সিপিএম-কংগ্রেসের উপর চাপালেও ডায়মন্ডহারবারে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামবেন কিনা তা সেই প্রশ্নের উত্তর অবশ্য ঝুলিয়েই রাখলেন।