শেষ আপডেট: 14th March 2024 19:48
দ্য ওয়াল ব্যুরো: বামেদের সঙ্গে আসন সমঝোতার আগেই ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকি জানিয়ে দিয়েছিলেন ডায়মন্ডহারবার আসনে লড়বেন তিনি নিজে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হবেন। সংখ্যালঘু ভোটে জয়ী হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসও দেখিয়েছিলেন। কিন্তু তিনদফার জোট বৈঠকের পর যে আটটি আসনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে আইএসএফ, আপাতত তাতে নাম নেই ডায়মন্ডহারবারের।
স্বভাবতই প্রশ্নটা উঠছেই। দলের চেয়ারম্যান নিজে দাঁড়াবেন, এমন নিশ্চিত হয়ে যাওয়া আসনটির নাম কেন নেই আইএসএফের প্রথম তালিকায়? জোটস্বার্থে নিজের স্বার্থ জলাঞ্জলির তত্ত্বও এখানে খাটছে না। কারণ বামেরা আজ যে ১৬টি আসনের নাম ঘোষণা করেছে, তাতে নাম নেই ডায়মন্ডহারবারের। অর্থাৎ এটাই ধরে নেওয়া যায় আইএসএফ চাইলে ডায়মন্ডহারবার আসন তাঁরা যে ছাড়তে প্রস্তুত, এমন ইঙ্গিত রয়েছে বামেদের প্রার্থী তালিকায়।
এদিকে দলের সভাপতি সামসুর রহমান যাদবপুরে লড়াইয়ের কথা জানিয়েও এদিন বলেন, "যাদবপুর কেন্দ্রে যদি সিপিএম এর বিকাশরঞ্জন ভট্টাচার্য দাঁড়ান তাহলে আইএসএফ সরে যাবে। পরিবর্তে বালুরঘাট, জয়নগর অথবা ঝাড়গ্রাম কেন্দ্র চাই আমাদের।" অর্থাৎ এই চাহিদার তালিকাতেও নেই ডায়মন্ডহারবার। তাহলে কি সিদ্ধান্ত বদলে ফেললেন নওসাদ সিদ্দিকি! তাই ডায়মন্ডহারবার নিয়ে চিন্তার আর কোনও অবকাশই রাখা হয়নি!
সামসুর রহমানও অবশ্য বলেন, "ভাঙড়ের বিধায়ক, দলের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকি ডায়মন্ডহারবার থেকে লড়াই করবেন বলেছিলেন। এই বিষয়টা নিয়ে আলোচনা চলছে। আরও কয়েকদফা আলোচনার পরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।" এই পরিস্থিতিতে ডায়মন্ডহারবার আসনে আইএসএফ প্রার্থী দেবে কিনা বা আগের ঘোষণা অনুযায়ী নওসাদ নিজে লড়বেন কিনা তার অনেকটাই এখন নওসাদের ব্যক্তিগত সিদ্ধান্তের জায়গায় এসে দাঁড়িয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাঁর ইচ্ছেতেই অভিষেকের প্রতিপক্ষ স্থির হবে ডায়মন্ডহারবার আসনে।