শেষ আপডেট: 21st August 2023 10:58
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল বিধায়ক শওকত মোল্লার (Saokat Molla) সম্পত্তির পরিমাণ বৃদ্ধি নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
বিধায়ক পদ পাওয়ার পর মাত্র দু বছরে শওকতের বিপুল পরিমাণে সম্পত্তি বেড়েছে। স্ত্রী, ছেলে, মেয়ে, ভাই এবং পরিবারের একাধিক সদস্যর নামে সম্পত্তি কিনেছেন তিনি। এই অভিযোগে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী পৃথবিজয় দাস। মামলাকারীর দাবি, ঘটনায় তদন্ত করুক সিবিআই এবং ইডি।
এদিন ওই মামলার শুনানিতে তিনি দাবি করেন, “অভিযোগ যেহেতু একজন বিধায়কের বিরুদ্ধে সে কারণে রাজ্যের দুর্নীতি দমন শাখায় অভিযোগ দায়ের করে কোনও লাভ হবে না জেনেই ইডি, সিবিআই এবং আয়কর দফতরে অভিযোগ জানানো হয়েছে।“ কিন্তু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এক্ষেত্রে রাজ্য দুর্নীতি দমন শাখার হাতে তদন্তের এক্তিয়ার রয়েছে। ফলে ফৌজদারী কার্যবিধি অনুযায়ী প্রথমে মামলাকারীকে তাদের কাছে অভিযোগ জানাতে হবে। এই পর্যবেক্ষণের পরেই মামলাটি খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন: নওসাদকে আক্রমণ শওকতের: তৃণমূল ছাগল কিনবে, কিন্তু পাগল নয়