শেষ আপডেট: 26th March 2024 12:47
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গান্ধী ও গডসেকে নিয়ে মন্তব্যের তীব্র সমালোচনা করল কংগ্রেস। অভিজিৎকে ওই মন্তব্য প্রত্যাহার করার দাবি তুলেছে দেশের প্রধান বিরোধী দল। সংবাদমাধ্যমে কিছুদিন আগে অভিজিৎ বলেছিলেন, গান্ধী ও গডসের মধ্যে কাকে বেছে নেবেন তা বলতে পারেন না। এমনকী মহাত্মা গান্ধীকে কেন হত্যা করেছিলেন নাথুরাম গডসে, নেপথ্যে কী কারণ আছে, তা অনুসন্ধান করে দেখার প্রয়োজন আছে।
কংগ্রেসের দাবি, শুধু বক্তব্য প্রত্যাহার করাই নয়, তাঁর প্রার্থীপদ বাতিল করা হোক। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছেন, কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে প্রধানমন্ত্রীর আশীর্বাদ নিয়ে ভোটে দাঁড়ানো অত্যন্ত দুঃখজনক ঘটনা। তিনিই এখন বলছেন, গডসে এবং গান্ধীর মধ্যে কে ভালো তা তিনি বুঝতে পারেন না! এই ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তাঁর প্রার্থীপদ বাতিল করে দিক দল। আর সেই দল, যারা মহাত্মার মহত্বকে খর্ব করতে কোনও কসুর বাকি রাখেনি।
রমেশ আরও বলেন, জাতির জনকের মর্যাদা রক্ষা করতে 'Do-nation'এর পিতা কী করেন, সেটাই এখন দেখার। ডোনেশন অথবা দো নেশন অর্থাৎ দ্বিজাতিতত্ত্বের বাবা বলতে পরোক্ষে মোদীকেই কটাক্ষের তিরে বিঁধেছেন কংগ্রেস নেতা রমেশ। উল্লেখ্য, বিজেপি প্রার্থী গঙ্গোপাধ্যায় গান্ধী হত্যাকাণ্ডের নিন্দা করলেও ঐতিহাসিক প্রেক্ষাপট যাচাই করে মন্তব্য করা উচিত বলে সাক্ষাৎকারে বলেছিলেন।
শুধু কংগ্রেসই নয়, দোলের দিন তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচারসভা ছেড়ে রাজনীতিতে আসার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, বিচারপতির পদ ছেড়ে যাঁরা রাজনীতিতে এসেছেন, তাঁদের অতীতের রায়গুলি নিয়ে প্রশ্ন উঠতেই পারে। এ ধরনের প্রবণতা দেশের পক্ষে ভয়ঙ্কর বিপজ্জনক।