শেষ আপডেট: 14th August 2024 17:14
দ্য ওয়াল ব্যুরো: একযুগ বাদে জাতীয় জুনিয়র ফুটবলে চ্যাম্পিয়ন বাংলা। তারা ডাঃ বিসি রায় ট্রফিতে সাফল্য পেল বহুদিন পরে।
ভারত সেরা বাংলার ছেলেদের স্বাগত জানাল আইএফএ। ছত্তিশগড় নারায়নপুর রামকৃষ্ণ মিশনের মাঠে বাংলা বিপক্ষ দল ওড়িশাকে হারিয়ে জাতীয় জুনিয়র ফুটবলে সেরা হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে তারা হাওড়া স্টেশনে ফিরলে তাদের সাদরে বরণ করে নিল আইএফএ। স্টেশনে ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তিনি নিজেই উদ্যোগ নিয়ে বাকি কর্তাদের নিয়ে গিয়েছিলেন হাওড়া স্টেশনে।
এর আগে এমন ব্যবস্থা দেখা যায়নি আইএফএ-র তরফ থেকে। সচিব অনির্বাণ জানালেন, বাংলার ছোট ছোট ছেলেরা রাজ্যকে চ্যাম্পিয়ন করেছেন। আমাদের গিয়ে উৎসাহদান করা কর্তব্যের মধ্যে ছিল। এই বাংলা দলের কোচ ছিলেন প্রাক্তন তারকা ফাল্গুনি দত্ত। কোচসহ সকল ফুটবলারদের ফুল দিয়ে তাদের অভ্যর্থনা জানানো হয়েছে। আইএফএর তরফ থেকে সংবর্ধনাও জানানো হবে বাংলা দলকে।
এছাড়াও রাতের স্টেশনে শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে পঞ্চানন দত্ত, শুভঙ্কর ঘোষ, স্বপন দত্ত, আলোকেশ কুন্ডুদের।