সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্র।
শেষ আপডেট: 22nd August 2024 12:55
দ্য ওয়াল ব্যুরো: আর জি কাণ্ড নিয়ে বৃহস্পতিবার ফের রাজ্য ও কলকাতা পুলিশকে তুলোধনা করল সুপ্রিম কোর্ট। কলকাতা পুলিশের যে অফিসার ধর্ষণ-খুনের কেস রুজু করেছেন তাঁকে পরবর্তী শুনানির দিন আদালতে হাজির হয়ে সময়সারণী জানানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
ঘটনার বিস্তারিত বিবরণ নিয়ে বেজায় অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট। আদালত প্রশ্ন তুলেছে, একটি বিষয়ে বিস্তর সমস্যা হচ্ছে যে, সকাল ১০টা ১০ মিনিটে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছিল। যদিও অপরাধের ঘটনাস্থল এবং তথ্যপ্রমাণ বাজেয়াপ্ত করা হয় রাতে। কেন, এনিয়ে সন্দেহ পোষণ করেছে বেঞ্চ।
বিচারপতি জেবি পারদিওয়ালা রাজ্য সরকারের তরফে হাজির আইনজীবীদের ভর্ৎসনা করে বলেন, গোটা ঘটনায় আপনার রাজ্য যে পদ্ধতিতে কাজ করেছে, আমার ৩০ বছরের আইন জীবনে কখনও এমনটা দেখিনি। সময় ধরে ধরে আদালত বলে, সকাল ৫টা ২০ মিনিটে একটি পুলিশ ডায়েরি হয়। হাসপাতাল পুলিশকে বিষয়টি জানায় ১০টা ১০ মিনিটে। তাতে বলা হয়েছে, এক মহিলাকে অর্ধনগ্ন অবস্থায় পাওয়া গিয়েছে। মেডিক্যাল বোর্ড নিশ্চিত করে ওটা ধর্ষণের ঘটনা ছিল। এবং সর্বোপরি পোস্ট মর্টেমের পরে অপরাধস্থল ঘেরে পুলিশ। এতক্ষণ তাহলে কী হচ্ছিল?
এদিন সর্বোচ্চ আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া সিবিআইয়ের আইনজীবী অভিযোগ তুলে বলেন, নির্যাতিতার দেহ শেষকৃত্যের পরে এফআইআর হয়েছে। এতেই বোঝা যায় গোটা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। সিবিআইয়ের আরও বক্তব্য ছিল, আমরা ঘটনার পাঁচদিন পর তদন্তভার হাতে পেয়েছি। এর মধ্যে সবকিছু বদলে ফেলা হয়েছে।