শেষ আপডেট: 24th July 2021 05:08
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় বিয়ের কার্ড ভাইরাল হওয়ার পরেই হইচই বেঁধে গিয়েছিল। হিন্দু মেয়ের সঙ্গে মুসিলম ছেলের বিয়ে তাও আবার হিন্দু রীতি মেনেই, তা হজম হয়নি অনেকেরই। চাপে পড়ে বিয়ে বাতিল করতে হয় মেয়ের বাবাকে। কিন্তু শেষ পর্যন্ত, ধর্ম বাধা হয়ে দাঁড়ায়নি। সব হুমকি, বিক্ষোভ উড়িয়েই প্রথা মেনে গাঁটছড়া বেঁধেছেন দম্পতি। ঘটনা মহারাষ্ট্রের নাসিকের। মণিরত্নের ব্যবসায়ী প্রসাদ আদগাওঙ্করের মেয়ে রাশিকার সঙ্গে তাঁরই স্কুলের বন্ধু আসিফ খানের বিয়ে হওয়ার কথা ছিল। ১৮ জুলাই একটি হোটেলে বিয়ের অনুষ্ঠান রাখা হয়েছিল। কিন্তু বিয়ের কার্ড ছাপার পরেই তা ভাইরাল হয়ে যায় নেটমাধ্যমে। আর সেই নিয়েই শোরগোল পড়ে যায়। এই সম্পর্ককে লাভ জিহাদের তকমা দিতে শুরু করে অনেকেই। পাত্রীর বাবা জানিয়েছেন, , তাঁর মেয়ে রসিকার কিছু শারীরিক ত্রুটি আছে। মেয়ের বিয়ে দিতে তাঁদের সমস্যা হচ্ছিল। কিছুদিন আগে মেয়ের স্কুলের বন্ধু আসিফ খান জানায়, সে রসিকাকে বিয়ে করতে রাজি। দু'টি পরিবারের মধ্যে বেশ কিছুদিন ধরে জানাশোনা ছিল। তাই তাঁরা এই বিয়েতে রাজি হয়ে যান। প্রসাদ জানান, মে মাসে দু'টি পরিবারের উপস্থিতিতে কোর্টে বিয়ে রেজিস্ট্রি হয়। স্থির হয়েছিল, ১৮ জুলাই বিয়ের অনুষ্ঠান হবে। নাসিকের এক হোটেলে দুপক্ষের ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে ওই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। ইতিমধ্যে নিমন্ত্রণপত্রের একটি ছবি হোয়াটস অ্যাপ গ্রুপের মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই বিয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মেসেজ আসতে থাকে। অনেক অজ্ঞাতপরিচয় ব্যক্তি বিয়ের অনুষ্ঠান বন্ধ করতে বলেন। গত ৯ জুলাই স্থানীয় একটি সংগঠন প্রসাদকে আলোচনার জন্য ডাকে। সেখানে তাঁকে বার বার বলা হয়, এই বিয়ের অনুষ্ঠান বন্ধ করা উচিত। প্রসাদের বক্তব্য, নানা মহল থেকে তাঁর ওপরে চাপ সৃষ্টি করা হয়েছিল। তাই তিনি বিয়ের অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। তিনি স্থানীয় সংগঠনের কাছে একটি চিঠি দিয়ে জানান, তাঁর মেয়ের বিয়ের অনুষ্ঠান বন্ধ থাকছে। এই ঘটনা নিয়ে হইচই হলে পাত্রীর পরিবারের পাশে দাঁড়ায় স্থানীয় কিছু সংগঠন। মন্ত্রী বাচ্চু কাদুও সহযোগিতার হাত বাড়িয়ে দেন। মেয়ের বাবা বলেছেন, একটা সুস্থ ও সুন্দর সম্পর্ক শুরু হতে যাচ্ছে। এখানে কোনও ধর্ম পরিবর্তন বা ধর্মান্তকরণ হয়নি। তাই লাভ জিহাদের প্রশ্নই ওঠে না।