শেষ আপডেট: 20th July 2023 11:27
দ্য ওয়াল ব্যুরো: ফের নরেন্দ্র মোদী সরকারের 'বেস্ট স্টেট' সম্মান (Best State honor) পেল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal government)। এবার জমি সংক্রান্ত তথ্য আধুনিক উপায়ে সংরক্ষণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বেছে নিয়েছে নরেন্দ্র মোদীর সরকার।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরস্কার প্রাপ্তির খবর একটু আগে টুইট করেছেন। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে এজন্য শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্য সরকার সর্বদা সরকারি নথিপত্র সংরক্ষণে গুরুত্ব দিয়ে এসেছে।
জমির নথি সুরক্ষিত রাখা বরাবরই মস্ত বড় চ্যালেঞ্জ। নাগরিকের নানা অধিকারের এটি একটি। জমি সংক্রান্ত নথির বিভ্রান্তির কারণে বহু মানুষ সমস্যায় পড়েন। এখন ডিজিটাইজেশনের ফলে সমস্যা অনেকটাই দূর হয়েছে।
পশ্চিমবঙ্গ সহ দেশের সব রাজ্যেই পর্যায়ক্রমে জমিজমা সংক্রান্ত নথি ডিজিটাজেশনের কাজ শুরু হয়েছে। সেই কাজে বাংলার অগ্রগতি উল্লেখযোগ্য।
প্রসঙ্গত, এর আগে বেশ কিছু সামাজিক প্রকল্পে ভাল নজির তৈরি করে রাজ্য সরকার কেন্দ্রের পুরস্কার পেয়েছে।
শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে পারবে পুলিশ, আদালতের অনুমতি লাগবে না: হাইকোর্ট