শেষ আপডেট: 6th September 2024 16:56
দ্য ওয়াল ব্যুরো: আরজি করের ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে গত ২৭ অগস্ট নবান্ন অভিযানে নেমেছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। ওই অভিযানকে ঘিরে সেদিন রীতিমতো সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল।
তবে ওই কর্মসূচিতে মানুষের স্বতস্ফূর্ত সাড়া দেখে ফের একই ধরনের অভিযানে নামতে চলেছে ছাত্র সমাজ। শুক্রবার সেই ইঙ্গিত দিয়েছেন নবান্নব অভিযানে ছাত্র সমাজের অন্যতম মুখ শুভঙ্কর হালদার।
এদিন সংবাদমাধ্যমকে তিনি জানান, আরজি করের প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে তাঁদের আন্দোলন চলবে। তারই অঙ্গ হিসেবে অগস্টের মতো সেপ্টেম্বরেও অভিযানে হবে। পুজোর পরে আরও বড় আকারে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করা হবে বলেও জানিয়েছেন তিনি।
শুভঙ্কর বলেন, "পরিকল্পনা চলছে। পুজোর আগেই আমরা দ্বিতীয় অভিযানে নামব। খুব শীঘ্রই সবটা জানতে পারবেন।"
২৭ অগস্ট কলেজ স্কোয়্যার এবং সাঁতরাগাছি, দু’টি জায়গা থেকে মিছিল করে নবান্ন অভিযানে নেমেছিল ছাত্র সমাজ। অভিযান ঘিরে বিস্তর গোলমাল হয়েছিল। জখম হয়েছিল পুলিশ এবং আন্দোলনকারী দু'পক্ষেরই একাধিকজন। পুলিশের তরফে যেমন আন্দোলনকারীদের বিরুদ্ধে হামলার অভিযোগ আনা হয়েছিল তেমনই আন্দোলনকারী-সহ বিরোধীরা পুলিশের বিরুদ্ধে শান্তিপূর্ণ মিছিলে আক্রমণের অভিযোগে সরব হয়েছিল।
ছাত্র সমাজের অন্যতম মুখ সায়ন লাহিড়ি-সহ একাধিক জনকে পুলিশ গ্রেফতার করে। যদিও প্রথমে হাইকোর্ট এবং পরে সুপ্রিমকোর্ট সায়নের জামিন মঞ্জুর করে। এ ব্যাপারে শুভঙ্কর বলেন, "আমরা যে সেদিন কোনও অন্যায় করিনি সেটা তো আদালতের পর্যবেক্ষণে স্পষ্ট হয়ে গেছে। ফলে মানুষের স্বতস্ফূর্ত সমর্থনের সাহায্যে সেপ্টেম্বরেও আমরা একই ধরনের অভিযান করব।"
জানা যাচ্ছে, ছাত্র সমাজের দ্বিতীয় অভিযানে দক্ষিণবঙ্গের পাশাপাশি শামিল হতে পারেন উত্তরবঙ্গের মানুষও।