শেষ আপডেট: 27th July 2024 10:57
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রের ক্ষমতায় তৃতীয়বার বসার পর মোদী সরকারের প্রথম নীতি আয়োগের বৈঠক। শনিবার সকাল ১০টা থেকে রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে শুরু হয়েছে নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠক। আর সেই বৈঠক শুরুর তিন ঘণ্টা আগে সাত সকালে টুইটারে মোদীকে তীব্র আক্রমণ করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।
৮ মিনিট ১১ সেকেন্ডের ভিডিও ক্লিপিংসে মোদীর বিরুদ্ধে বিরোধী রাজ্যগুলির ওপর বঞ্চনার গুরুতর অভিযোগ এনেছেন স্ট্যালিন। তাঁর কথায়, "কীসের নীতি আয়োগ? এই সরকারের আদৌ কোনও নীতি রয়েছে। এরা তো শুধু উগ্র হিন্দুত্বের উস্কানি দিতে জানে আর নিজেদের রাজ্যগুলোকে টাকা পাইয়ে দিতে জানে।"
প্রসঙ্গত, প্রধানন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে এবারের বৈঠকে মূল আলোচ্য— ‘বিকশিত ভারত’। ২০৪৭ সালে ভারতকে উন্নত রাষ্ট্রের শ্রেণিতে নিয়ে যাওয়ার লক্ষ্যে এদিনের বৈঠকে আলোচনা হওয়ার কথা।
தலைநகரில் @NITIAayog கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நாளில், ஒன்றிய பா.ஜ.க. அரசின் வஞ்சனையால், நீதி கேட்டு மக்கள் மன்றத்தில்…#UnfairBudget4TN pic.twitter.com/L2rqtORNvD
— M.K.Stalin (@mkstalin) July 27, 2024
তবে বাজেটে বঞ্চনার প্রতিবাদে কংগ্রেসের তিন মুখ্যমন্ত্রী ছাড়াও তামিলনাড়ুর এমকে স্ট্যালিন এবং কেরলের পিনারাই বিজয়ন বৈঠকে যোগ না দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন। কিন্তু কেন বাজেটে যোগ দিচ্ছেন না, মোদী সরকারের বিকশিত ভারত আসলে কাদের জন্য- এসব নিয়ে এদিন সকালে ৮ মিনিট ১১ সেকেন্ডের যে বক্তৃতা স্ট্যালিন টুইটারে পোস্ট করেছেন, তা যথেষ্টতাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
স্ট্যালিনের অভিযোগ, ‘এই বাজেট শুধু হতাশাজনক নয় এবং রাজ্যের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতার সামিল। বেছে বেছে বিজেপি পরিচালিত রাজ্যগুলির জন্য প্রকল্প ঘোষণা করা হয়েছে। মোদী সরকারের এই বঞ্চনা আমরা তামিলনাড়ুর প্রতিটি মানুষের সঙ্গে দেখা করে তুলে ধরব।"