শেষ আপডেট: 27th July 2024 15:25
দ্য ওয়াল ব্যুরো: নীতি আয়োগের বৈঠকে তাঁকে বলতে দেওয়া হয়নি, মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগের জবাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নির্মলা পালটা বলেন, উনি অসত্য বলছেন। তাঁর দাবি, বৈঠক-সভার ঘড়ি বলছে, মমতার বলার সময়ের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ নিয়ে দেশের রাজনৈতিক মহল যখন তোলপাড় তার কয়েক ঘণ্টার মধ্যে জবাব দেন সীতারামন। তিনি বলেন, নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দিয়েছিলেন। আমরা সবাই তাঁর কথা শুনেছি। প্রত্যেক মুখ্যমন্ত্রীকে বলার সময় বেঁধে দেওয়া হয়েছিল। এবং শুধু তাই নয়, সেই সময় প্রতিটি টেবিলের উপর রাখা স্ক্রিনে ডিসপ্লে করা ছিল।
নির্মলা এদিন আরও বলেন, কিন্তু উনি বাইরে বেরিয়ে মিডিয়াকে বলেন যে, তাঁর মাইক নাকি বন্ধ করে দেওয়া হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা। উনি সকলের সামনে এই সত্যটি বলতে পারতেন। কিন্তু, উনি তা না বলে মিথ্যার উপর দাঁড়িয়ে অন্য কথা বললেন, পাল্টা অভিযোগ তোলেন নির্মলা সীতারামন।
#WATCH | On West Bengal CM Mamata Banerjee's allegations, Union Finance Minister Nirmala Sitharaman says, "CM Mamata Banerjee attended the Niti Aayog meeting. We all heard her. Every CM was given the allotted time and that was displayed on the screen which was present before… pic.twitter.com/IxnO4NXj8l
— ANI (@ANI) July 27, 2024
অন্যদিকে, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক-এর মাধ্যমে দাবি করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ বিভ্রান্তিকর। পিআইবি ফ্যাক্ট চেক এক্সবার্তায় বলেছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে, নীতি আয়োগের নবম গভর্নিং কাউন্সিলের বৈঠকে তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। এই দাবি #মিসলিডিং। ঘড়িতে দেখানো হয়েছিল তাঁর বলার সময় ফুরিয়ে এসেছে। এমনকী মেয়াদ ফুরনোর কোনও বেলও বাজানো হয়নি।
It is being claimed that the microphone of CM, West Bengal was switched off during the 9th Governing Council Meeting of NITI Aayog#PIBFactCheck
— PIB Fact Check (@PIBFactCheck) July 27, 2024
▶️ This claim is #Misleading
▶️ The clock only showed that her speaking time was over. Even the bell was not rung to mark it pic.twitter.com/P4N3oSOhBk
এতে আরও বলা হয়েছে, ইংরেজি অক্ষর বিন্যাসের নিয়ম মেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় পাওয়ার কথা মধ্যাহ্নভোজের বিরতির পর। কিন্তু তাঁকে সপ্তম বক্তা হিসেবে সময় দেওয়া হয়েছিল। রাজ্য সরকারের তরফে সেই রকমই অনুরোধ করা হয়েছিল। কারণ বৈঠকে বলার পরই তাঁর ফেরার সময় নির্ধারিত ছিল।