শেষ আপডেট: 22nd July 2024 12:13
দ্য ওয়াল ব্যুরো: শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে লোকসভায় সরব বিরোধীরা। নিট কেলেঙ্কারি নিয়ে বিরোধীরা সংসদ অধিবেশনে সরকারকে চেপে ধরবে, রবিবারই সর্বদলীয় বৈঠকে এই আভাস মিলেছিল। দিল্লিতে ওই বৈঠক চলাকালীন কলকাতায় তৃণমূলের একুশে জুলাইয়ের সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন বাংলায় শিক্ষা দুর্নীতির জন্য যদি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয় হতে পারে তাহলে নিট কেলেঙ্কারি দায় কী করে এড়াচ্ছেন ধর্মেন্দ্র প্রধান? নিট কেলেঙ্কারির দায়ে কেন তাঁকে গ্রেফতার করা হবে না?
সোমবার সংসদ বসতেই নেট নিয়ে সরব হন রাহুল গান্ধী, অখিলেশ যাদবরা। ইন্ডিয়া জোটের বাকি শরিকরাও এক সুরে সরকারকে চেপে ধরে।
অধিবেশন কক্ষে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান উপস্থিত আছেন। তিনি পাল্টা বিভিন্ন রাজ্যে অতীতে প্রশ্ন ফাঁসের প্রসঙ্গ তোলেন।
রাহুল গান্ধী বলেন, যাদের টাকা আছে শিক্ষা এমন তাদের এমন একটা ধারণা তৈরি হয়ে গেছে দেশে। বিরোধী দল তাই মনে করে। এই অবস্থার অবসান দরকার।
অখিলেশ বলেন, নিট কেলেঙ্কারি যা জানা গিয়েছে তাতে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের প্রতি অবিচার করা হয়। তিনি অবিলম্বে পদত্যাগ করুন। জবাবে ধর্মেন্দ্র প্রধান বলেন, উত্তর প্রদেশে আপনারা ক্ষমতায় থাকার সময় কতবার প্রশ্ন ফাঁস হয়েছে, সেই হিসাবটা বলুন।
অখিলেশের সমর্থনে উঠে দাঁড়ান কংগ্রেসের প্রবীণ সাংসদ মনিককম টেগর। তিনি বলেন, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতেই হবে।
বিরোধীদের এই দাবি নিয়ে সংসদে এখন তুমুল গোলমাল চলছে। শাসক ও বিরোধী পক্ষ একে অপরকে অতীতের নানা ঘটনা তুলে ধরে আক্রমণ শানাচ্ছে। চলছে তুমুল হইহট্টগোল।